ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিতে জড়িয়ে পড়লে গণ–অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যেতে পারে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলছে, শেখ হাসিনার উসকানির ফাঁদে জড়িয়ে পড়লে অনভিপ্রেত অস্থিতিশীল পরিস্থিতিতে একদিকে বহুমুখী ষড়যন্ত্র শক্তিশালী হবে, অন্যদিকে গণ–অভ্যুত্থানের অর্জন হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকিও বৃদ্ধি পাবে।

শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি সভায় এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সাইফুল হক বলেন, অন্তর্বর্তী সরকারকে জনআস্থার মর্যাদা দিতে হবে। সরকার হিসেবে তারা দুর্বল ও অকার্যকর—এ রকম ধারণা বাড়তে থাকলে তাদের সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে। অরাজকতা ও সামাজিক নৈরাজ্য প্রতিরোধে তারা যদি দৃঢ়তার পরিচয় দিতে না পারে, তাহলে রাজনৈতিক দল ও জনগণের সমর্থন থাকা সত্ত্বেও তারা গণতান্ত্রিক উত্তরণে নেতৃত্ব প্রদানে ব্যর্থ হবে। গত দুই দিনে ঢাকাসহ দেশব্যাপী সংঘটিত অরাজক পরিস্থিতিতে এ ধারণা আরও প্রবল হয়েছে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যে ছাত্র–শ্রমিক–জনতার গণহত্যা এবং তাঁর ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের আমলে সংঘটিত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা দূরের কথা, কোনো ধরনের অনুশোচনা পর্যন্ত নেই; বরং তাঁর বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রকারান্তরে উসকানি সৃষ্টির চেষ্টা করেছেন।

সাইফুল হক বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তির উসকানি ও নাশকতা সৃষ্টির অপতৎপরতা মোকাবিলায় ছাত্র–জনতা ফ্যাসিস্টদের পথ অনুসরণ করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড একদিকে সামাজিক নৈরাজ্যেরই বিস্তার ঘটাবে, অন্যদিকে গণ–অভ্যুত্থানের অংশীজন এবং জনগণের মধ্যে ঐক্যের পরিবর্তে আরও বিভক্তি ও বিভাজন তৈরি করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র উসক ন

এছাড়াও পড়ুন:

বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার অনুষ্ঠিত

বরিশাল সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) নগরীর পুলিশ লাইন রোডের হটপ্লেট রেস্টুরেন্ট এ ইফতার ও দোয়া মোনাজাত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু।

আরো পড়ুন:

বুক রিভিউ লিখে জিতুন ১০ হাজার টাকা

তিন বছরের দণ্ড থেকে খালাস পেলেন মাহমুদুর রহমান

সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহিন হাসান, সহ-সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, এম জহির, এম সালাউদ্দিন, সুখেন্দু এদবর, মর্তুজা জুয়েল, নাসির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ইফতার মাহফিলের প্রধান অতিথি লায়ন মো. আক্তার হোসাইন সেন্টু বলেন, “রোজার মাস আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাস আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে আসে। তাই এ মাসের আদর্শকে নিজের জীবনে ধারণ করে দেশ ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মধ্যদিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মীসহ জনসাধারণকে খুন গুম নির্যাতনের শিকার হতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত রাখতে জনগণের নির্বাচিত সরকার দরকার।”

তাই জনগণের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বরিশাল/পলাশ/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • ট্যাগিং রাজনীতি যে সর্বনাশ ডেকে আনবে
  • পুলিশের জবাবদিহির দাবিতে চট্টগ্রামে থানা ঘেরাও
  • সিকদার গ্রুপের ৪২টি বিও হিসাব অবরুদ্ধ করার আদেশ
  • মাগুরার ঘটনা গোটা মানবতার ওপর ছুরিকাঘাত: জামায়াতের আমির
  • চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  • এনসিপি জনগণের দল, তাদের টাকায় পরিচালিত হবে
  • স্থানীয় সরকার শক্তিশালী হলে কেন্দ্রীয় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারবে না
  • আমেরিকার মোড়লগিরির ট্রাম্প আরও খোলামেলা করে দিলেন
  • কল্যাণময় রাষ্ট্র গঠনে ইসলামী শাসনের বিকল্প নেই : অধ্যাপক মাহবুবুর রহমান
  • বরিশাল সাংবাদিক ফোরামের ইফতার অনুষ্ঠিত