সাংগঠনিক নানা গুরুত্বপূর্ণ আলোচনা আর সন্ধ্যায় বৈচিত্র্যময় সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন। শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে শুরু হয় সম্মেলনের সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন।

দিনব্যাপী নানা সাংগঠনিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পর সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। উদীচী নৃত্য বিভাগের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে শুরু হওয়া এ পর্বে ছিল উদীচী যশোর জেলা সংসদের পরিবেশনায় গীতি-আলেখ্য। দলীয় গণসংগীত নিয়ে মঞ্চে আসেন উদীচী সিলেট জেলা সংসদের শিল্পীরা।

এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন মীর সাখাওয়াত। একক আবৃত্তিতে ছিলেন বেলায়েত হোসেন ও সৈয়দ ফয়সল আহমদ। উদীচী আবৃত্তি বিভাগের বাচিক শিল্পীরা পরিবেশন করেন ‘জাগবার দিন আজ’ শীর্ষক বৃন্দ পরিবেশনা। পর্বটি সঞ্চালনা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সম্পাদক সুরাইয়া পারভীন ও সদস্য সৈয়দা অনন্যা রহমান।

শনিবার সকাল নয়টায় শুরু হবে সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিনের কার্যক্রম। সারা দিন নানা সাংগঠনিক পর্ব শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হবে উদীচীর এবারের জাতীয় সম্মেলন।

এর আগে গত বৃহস্পতিবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলন উদ্বোধন করেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর প্রবীণ কৃষকনেতা লীনা চক্রবর্তী। তিন দিনব্যাপী উদীচীর এবারের জাতীয় সম্মেলনের স্লোগান, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সৃজনশীল মাধ্যমে সমাজের নানা অসংগতি, শোষণ-বঞ্চনা, অত্যাচার-নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছে উদীচী। প্রতি দুই বছর পরপর জাতীয় সম্মেলন আয়োজন করে উদীচী।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব শ গঠন ক

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার রাতে দাউদপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে পূর্ব হাটাব (নাগদা) একাদশ বনাম দেবই পশ্চিম পাড়া একাদশ অংশ গ্রহণ করে।

পরে ট্রাইবেকারে দেবই পশ্চিমপাড়া একাদশকে হারিয়ে পূর্ব হাটাব (নাগদা) বিজয় লাভ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে রঙ্গিণ টিভি তুলে দেন অতিথিরা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া।

এসময় দাউদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হামিদ (রোমান মাস্টার), ৯ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসুর উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত রাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল হক প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ