ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্রসংগঠনের ঐক্য চায় শিবির
Published: 7th, February 2025 GMT
ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্রসংগঠনের ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বিভক্তি আর বিভাজনের রাজনীতি লক্ষ্য করছি। কারও কথা বা কাজের কারণে যদি ঐক্য বিনষ্ট হয়, তবে তাদের বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারও ভূমিকার কারণে যদি ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠে, তবে ছাত্রসমাজ অতীতে ফ্যাসিবাদের যে পরিণতি করেছে, ভবিষ্যতে তাই করবে।
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার র্যালিতে এসব কথা বলেন শিবির সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে র্যালি শুরু হয়ে শাহবাগ, মৎস ভবন, প্রেসক্লাব থেকে পল্টনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সংগঠনটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান, রাশেদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদ উৎখাত হলেও এখনও লাল সন্ত্রাসীরা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ট্যাগিং ও অপবাদের রাজনীতি ফিরিয়ে এনে ছাত্রশিবিরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল ইসল ম
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দাউদপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে পূর্ব হাটাব (নাগদা) একাদশ বনাম দেবই পশ্চিম পাড়া একাদশ অংশ গ্রহণ করে।
পরে ট্রাইবেকারে দেবই পশ্চিমপাড়া একাদশকে হারিয়ে পূর্ব হাটাব (নাগদা) বিজয় লাভ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে রঙ্গিণ টিভি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় দাউদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হামিদ (রোমান মাস্টার), ৯ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসুর উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত রাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল হক প্রমুখ।