ডাকাতির ভাগে পাওয়া স্বর্ণ বিক্রি, সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুজন গ্রেপ্তার
Published: 7th, February 2025 GMT
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে গতকাল বৃহস্পতিবার রাতে নগরের হাজারী গলিতে অবস্থিত তাঁর মালিকানাধীন স্বর্ণের দোকান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দোকান থেকে লুট করা ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। একই দিন ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন নামের এক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হাজারী গলির স্বর্ণের দোকানটিতে অভিযান চালায়।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকায় মো.
এদিকে ডাকাতির ঘটনায় কর্ণফুলী থানা–পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারা সদরের বিলপুর এলাকার মো. মনিরকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মতে, নগরের হাজারী গলির মডার্ন ফেন্সি জুয়েলার্সে অভিযান চালিয়ে আনোয়ারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধরকে (৬৫) আটক করে। পুলিশ তাঁর হেফাজত থেকে ২ ভরি ওজনের একটি সোনার হার, ১ ভরি ওজনের দুটি ব্রেসলেট, ৪ ভরি ওজনের ১০টি চেইন ও ১ ভরি ওজনের চারটি দুলসহ ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘মনির ডাকাতির ৮ ভরি স্বর্ণ মৃণাল ধরের দোকানে বিক্রি করেন। আমরা এসব স্বর্ণ উদ্ধার করেছি। অন্যান্য অলংকার ও উদ্ধারের চেষ্টা করছি।’
ওসি আরও বলেন, দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতে মনির হোসেন ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে দাউদপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে পূর্ব হাটাব (নাগদা) একাদশ বনাম দেবই পশ্চিম পাড়া একাদশ অংশ গ্রহণ করে।
পরে ট্রাইবেকারে দেবই পশ্চিমপাড়া একাদশকে হারিয়ে পূর্ব হাটাব (নাগদা) বিজয় লাভ করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে রঙ্গিণ টিভি তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় দাউদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আলী মুন্সির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাহমুদুল হাসান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হামিদ (রোমান মাস্টার), ৯ং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান কাজল, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসুর উদ্দিন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী ইসলাম, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি সৈকত রাজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুল হক প্রমুখ।