নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে পাহাড়ে শান্তি অর্জন করা সম্ভব। অতীতে অনেক কিছু ভুল হয়েছে, সেই ভুলভ্রান্তির সবকিছু ভুলে গিয়ে সবাই মিলে শান্তির পথ খুঁজতে হবে।

আজ শুক্রবার দুপুরে বান্দরবান বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। বান্দরবানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁর হাত ধরে বৌদ্ধ অনাথালয়টি গড়ে উঠেছে।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বৌদ্ধ অনাথালয়ে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন। তিনি ঘুরে ঘুরে তাঁর নির্মিত ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী ফলক দেখেন। মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করা অনাথালয়টিতে বর্তমানে দুই শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত দুর্গম এলাকার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। বান্দরবানে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের পাশেই অনাথালয়টি অবস্থিত।

পরিদর্শনের সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন অনাথালয়ের উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু করার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে জেলা পরিষদ ও জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার অনুরোধ করেছেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান থানজামা লুসাই, জেলা প্রশাসক শারমিন আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অনাথালয় বিহারের বিহারাধ্যক্ষ উ পঞানন্দ মহাথের।

অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা বরাবরই শান্তি ও সম্প্রীতিপূর্ণ ছিল। হঠাৎ করে পরিস্থিতি খারাপ হলো। যারা বিপথে গিয়ে অশান্তি সৃষ্টি করছে, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসারও তিনি আহ্বান জানান।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ন দরব ন উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

মিরাজ ম্যান অব দ্য বিপিএল, কে জিতলেন কোন পুরস্কার 

অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম  শেষ হয়েছে। পরতে পরতে উত্তেজনা ছড়ানো ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। এবার পুরস্কারে ছিল টাকার ছড়াছড়ি। আগেরবারের তুলোনায় যা ২ কোটি ৩ লাখ টাকা বেশি!

এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চিটাগংয়ের সঙ্গে শেষ ওভারে ম্যাচ হেরে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে যায় তার দল। তবে ব্যাটে বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শেষ পর্যন্ত তৃতীয় স্থান করেছেন। 

এক নজরে দেখা যাক কার হাতে উঠলো কত টাকার পুরস্কার… 

আরো পড়ুন:

বিপিএলের রোল অব অনার

রান উৎসবের ফাইনালে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা

ফরচুন বরিশাল: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পুরস্কার হিসেবে পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। যা আগেরবার থেকে ৫০ লাখ বেশি। 

চিটাগং কিংস: রানার্স আপ হয়ে ১ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে চিটাগং। 

খুলনা টাইগার্স: দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে তৃতীয় হয়ে ৬০ লাখ টাকা পেয়েছে খুলনা। 

রংপুর রাইডার্স: ৮ জয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর হয়েছে চতুর্থ। তারা পেয়েছে ৪০ লাখ টাকা। 

তামিম ইকবাল: ফাইনালে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলে তামিম হয়েছে ম্যান অব দ্য ফাইনাল। পেয়েছেন ৫ লাখ টাকা।  

মেহেদী হাসান মিরাজ: ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে ১৩ উইকেট নিয়ে বিপিএলের সেরা ক্রিকেটার মিরাজ। তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। 

তানজীদ হাসান তামিম: ১২ ইনিংসে ১ সেঞ্চুরিতে ৪৮৫ রান করে ইমার্জিং ক্রিকেটার নির্বাচিত হন তানজীদ। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। এই পুরস্কার এবার প্রথম দেওয়া হয়েছে।  

নাইম শেখ: এক সেঞ্চুরি আর তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম পেয়েছেন সেরা ব্যাটারের পুরস্কার। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।

তাসকিন আহমেদ: ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে তাসকিন হয়েছেন সেরা বোলার। তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।  

মুশফিকুর রহিম: ১২টি ক্যাচ ও ২টি স্ট্যাম্পিং করে সেরা ফিল্ডার হয়েছেন মুশফিক। তিনি পেয়েছেন ৩ লাখ টাকা। 

ঢাকা/রিয়াদ 

সম্পর্কিত নিবন্ধ