সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির একটি অংশ ভেঙে দেওয়া হয়েছে। এর আগে এক্সকাভেটর দিয়ে নওগাঁ জেলা আওয়ামী কার্যালয়ের কিছু অংশ গুঁড়িয়ে দেওয়ার পর কার্যালয় ভবনটিকে গণশৌচাগার হিসেবে ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়ায় অবস্থিত সাধন মজুমদারের বাড়িতে আগুন দেন একদল লোক। পরে রাত আটটা থেকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু। বাড়ির প্রধান ফটক, প্রাচীর ও বাড়ির কিছু অংশ ভাঙার পর রাত সাড়ে নয়টার দিকে এক্সকাভেটর নিয়ে চলে যান। আজ শুক্রবার সকালে সেখানে আর কোনো ভাঙচুর চালানো হয়নি।

এর আগে গত ৫ আগস্ট প্রথম দফায় সাধন মজুমদারের ওই বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে কিছু লোক সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে আগুন দেন। পরে তাঁরা এক্সকাভেটর দিয়ে বাড়িটির কিছু অংশ গুঁড়িয়ে দেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আরও পড়ুনবুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়০৬ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর, আহত ১৫

গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দাখিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিস্তারিত আসছে...

সম্পর্কিত নিবন্ধ