ফরচুন বরিশাল-চিটাগং কিংসের ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নেমেছে। চিটাগংকে হারিয়ে এগারোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল।
বিপিএলের প্রথম আসরে রানার্সআপ হয়েছিল বরিশাল। এবার টানা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলেছে। অন্যদিকে চিটাগংয়ের সামনে সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারলো না।
ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হয় দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটি। বিপিএলের একাদশ আসরে সাত দলের লড়াইয়ে ম্যাচ হয়েছে ৪৬টি।
আরো পড়ুন:
রান উৎসবের ফাইনালে বরিশালের টানা দ্বিতীয় শিরোপা
বিপিএল ফাইনাল
বরিশাল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন
আসর | চ্যাম্পিয়ন | রানার্স-আপ |
প্রথম | ঢাকা গ্ল্যাডিয়েটর্স | বরিশাল বার্নার্স |
দ্বিতীয় | ঢাকা গ্ল্যাডিয়েটর্স | চিটাগং কিংস |
তৃতীয় | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | বরিশাল বুলস |
চতুর্থ | ঢাকা ডায়নামাইটস | রাজশাহী কিংস |
পঞ্চম | রংপুর রাইডার্স | ঢাকা ডায়নামাইটস |
ষষ্ঠ | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ঢাকা ডায়নামাইটস |
সপ্তম | রাজশাহী রয়্যালস | খুলনা টাইগার্স |
অষ্টম | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | ফরচুন বরিশাল |
নবম | কুমিল্লা ভিক্টোরিয়ান্স | সিলেট স্ট্রাইকার্স |
দশম | ফরচুন বরিশাল | কুমিল্লা ভিক্টোরিয়ান্স |
এগারোতম | ফরচুন বরিশাল | চিটাগং কিংস |
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনার নদীতে লাল স্রোত
আর দশটি স্বাভাবিক রাতের মতো বুধবার ঘুমাতে গিয়েছিলেন আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের ১০ কিলোমিটার দূরবর্তী শহর আভেলানেদার বাসিন্দারা। কিন্তু ভোরে তাদের ঘুম ভাঙে অন্যরকম গন্ধে। বাসিন্দারা গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন, শহরের বুক চিড়ে বয়ে চলা ছোট্ট নদী ‘সারান্দি’র পানির রঙ হয়ে গেছে লাল। বাসিন্দাদের কেউ কেউ বলেন, মনে হয়েছে রক্তে ঢেকে আছে নদীটি।
একরাতের ব্যবধানে নদীর পানির টকটকে এই লাল রঙ আতঙ্কগ্রস্ত করে তোলে বাসিন্দাদের। এর জন্য আপাতত দূষণকে দোষ দিচ্ছেন তাঁরা। প্রকৃত কারণ জানতে নদী থেকে পানির নমুনা সংগ্রহ করেছে বুয়েনস এইরেসের আবহাওয়া বিভাগ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সম্ভবত শিল্পখাতে ব্যবহৃত রঙ নদীতে ফেলায় পানি এমন বর্ণ ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দা মারিয়া ডুকমলস বলেন, ‘গন্ধে আমাদের ঘুম ভেঙে যায়। দিনের আলোতে নদীর দিকে তাকিয়ে দেখি, এটি পুরো লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছিল, রক্তে নদী ঢেকে আছে। এটা ভয়াবহ।’
হুট করে নদীর পানির এমন রঙ পরিবর্তনের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, তীরবর্তী শিল্প কারখানা, বিশেষ করে চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানার বর্জ্য নদীতে ফেলায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। সূত্র বিবিসি, স্কাই নিউজ ও এএফপি।