ফাইনাল সেরা তামিম, টুর্নামেন্ট সেরা মিরাজ
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ২০২৫ আসরের চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে চিটাগংয়ের ১৯৪ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছে বরিশাল।
ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া টুর্নামেন্ট সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদী মিরাজ।
তামিম দলকে শিরোপা জেতানোর পথে ২৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের সঙ্গে একটি ছক্কা আসে। তার চেয়ে চিটাগংয়ের খাজা নাফি ও পারভেজ ইমন বেশি রান করেন। নাফি ৪৪ বলে ৬৬ রান করেন। ইমন ৪৯ বলে খেলেন ৭৮ রানের হার না মানা ইনিংস।
তবে তামিম দলকে জেতানো ফিফটি করার ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। বিসিবির পূর্বঘোষণা অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও ওপেনার।
টুর্নামেন্ট সেরা হওয়া মিরাজ দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি ১৪ ম্যাচে ৩৫৫ রান করেন। বল হাতে নেন ১৩ উইকেট। যে কারণে তাকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্ট সেরা হওয়া ডানহাতি এই স্পিন অলরাউন্ডার ১০ লাখ টাকা অর্থ পুরস্কার পাবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
টানা দুই মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্রুককে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তাঁর দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের