দেশের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র, সারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের ও তাণ্ডবের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে চিটাগাং, শিমরাইল স্ট্যান্ড প্রদক্ষিন করে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মাহাবুব হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে বসে পলাতক স্বৈরাচার ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের সাধারন মানুষ ও শিক্ষার্থীরা সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি ফ্যাসিস্টদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায়। আমরা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল আওয়ামী ফ্যাসিস্টদের যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে রাজপথে ছিলাম আছি। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মনজুরুল আলম মুসা,জাকির হোসেন, কামরুল হাসান সেন্টু,হাসান রাজা, মোশাররফ হোসেন, ওয়াসিম,আলী রাজ, মাসুদ বাঙালি,মিলন হোসেন, শহিদুল ইসলাম,কল জাকির হোসেন, রাজীব আহাম্মদ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ন র য়ণগঞ জ আওয় ম ল গ স দ ধ রগঞ জ ষড়যন ত র য বদল

এছাড়াও পড়ুন:

মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (৫ ফেব্রুয়ারী) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল, জেলা কৃষক দল, ফতুল্লা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন, সোনারগাঁও পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন ও আড়াইহাজার থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা ফুলের এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় মামুন মাহমুদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হলেও আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। আমরা ১৫ বছর ধরে জনগনের ভোটের অধিকার আদায়ের লড়াই করছি। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, কারা নির্যাতিত হয়েছেন, অনেকে বাড়িঘর ছাড়া ছিলেন। 

শীতের দিনে অনেকে ফ্লোরে ঘুমিয়েছেন। নিজের স্বার্থে নয়, দলের স্বার্থে, জনগনের স্বার্থে এই আন্দোলন করেছেন। যে ভোটের অধিকারের জন্য এতো জীবন দিতে হলো, সে ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। 

এখনো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে, মানুষের ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র চলছে। আমাদের ভোটের অধিকার ও আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে না আসা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে। এই সরকারকে অবশ্যই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আপনাদের কাছে অনুরোধ সবাই সতর্ক থাকবেন। 

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান একটা ভিন্ন প্রেক্ষাপটে এ কমিটি দিয়েছেন। আমাদের সবার দায়িত্ব দলকে শক্তিশালী করা। আমার সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই।   
 

সম্পর্কিত নিবন্ধ

  • বেনজীরের বক্তব্য গভীর ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের শামিল: পুলিশ অ্যাসোসিয়েশন
  • ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবা আটক
  • হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ধানমন্ডিসহ সারা দেশে
  • অভিনেত্রী সোহানা সাবা আটক
  • কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
  • কারামুক্ত শ্রমিক দল নেতা শামীমকে ফুল দিয়ে বরণ 
  • মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন অব্যাহত
  • মামুন মাহমুদকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা ও অভিনন্দন