Samakal:
2025-02-07@19:32:04 GMT

সুদহার কমাল ভারত

Published: 7th, February 2025 GMT

সুদহার কমাল ভারত

ভারতের রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) অবশেষে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা দিয়ে বলেন, রেপো রেট ৬ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে। শুক্রবার সকালে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। 

রিজার্ভ ব্যাংকের ঋণনীতি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে রেপো রেট কমানোর সিদ্ধান্ত হয়। সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। গত দুই বছর আরবিআই রেপো রেট অপরিবর্তিত রেখেছিল। ২০২০ সালের মে মাসে লকডাউন চলার সময় শেষবার রেপো রেট কমেছিল। এর প্রায় পাঁচ বছর পর আবার তা কমলো।

রেপো রেট হলো সেই সুদের হার, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ঋণ দেয়। রেপো রেট কমলে তা সরাসরি ব্যাংকগুলোর ঋণের সুদের হারের ওপর প্রভাব ফেলে। ফলে, সেই ব্যাংকগুলোর ঋণ নেওয়া সহজ হয়ে যায় এবং তাদের মাসিক কিস্তির পরিমাণ কমে যায়। সূত্র: রয়টার্স।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ট কম

এছাড়াও পড়ুন:

সাজানো মঞ্চের নায়ক তামিম

মাঠ থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেননি তামিম ইকবাল। অবসরের সঙ্গে মিশে আছে বিশাদের গল্প। বিপিএল ফাইনালের ভরা গ্যালারিতে ওই তামিমকে দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা। সঙ্গে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে টানা দু’বার চ্যাম্পিয়ন করে এবং ফাইনালের সেরা ক্রিকেটার হয়ে সাজানো মঞ্চের নায়ক বনে গেছেন তামিম। 

বিপিএলের ফাইনালে জিততে হলে ইতিহাস গড়তে হতো তামিমের দলের। পূর্বে ১৯০ রানের গন্ডি মাড়িয়ে জিততে পারেনি কোন দল। ওই বৃত্ত ভাঙতে শুরু থেকে ঝড়ো ব্যাটিং করেন তামিম। তাওহীদ হৃদয়ের সঙ্গে ৭৬ রানের জুটিতে একাই যোগ করেন ২৯ বলে ৫৪ রান। নয়টি চারের সঙ্গে একটি ছক্কায় সাজান ঝড়ো ইনিংস। 

ফাইনালের আগে তামিম বলেছিলেন, জিততে হলে নির্ভার থাকবে হবে। একাদশ সাজাতেই ঠান্ডা মস্তিষ্কের প্রমাণ দেন তিনি। ফাইনালের জন্য জিমি নিশামকে উড়িয়ে আনলেও তাকে বেঞ্চ করে পেসার মোহাম্মদ আলীকে রাখেন একাদশে। তাকে কাজেও লাগিয়েছেন পরিকল্পনা মাফিক। যার ফলাফল- বড় রানের ম্যাচে পাকিস্তানের আলী ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে নেন ১ উইকেট। 

বিদায়ী সংবর্ধনা মঞ্চেও শক্ত বার্তা দিয়েছেন তামিম ইকবাল। সাকিব, তামিম, মাশরাফির সমর্থক না হয়ে তরুণ এই দলটাকে সমর্থনের অনুরোধ করেছেন তিনি, ’ক্যারিয়ার জুড়ে ভক্তদের সমর্থন ছিল দারুণ। সেখানেই খেলতে গিয়েছি তাদের সমর্থন পেয়েছি। তবে ভক্তদের জন্য আমার একটা শেষ অনুরোধ থাকবে। সাকিব, তামিম, মাশরাফি নয় বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসুন। এগুলো বন্ধ করুণ। এটা বাংলাদেশ ক্রিকেটকে নষ্ট করছে। আমাদের এই দলটা খুব তরুণ তাদের সমর্থন করুণ।’ 

তামিমের জন্য সাজানো বিদায়ী সংবর্ধনা মঞ্চে স্মৃতিচারণ করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তামিমের সঙ্গে দীর্ঘদিন ড্রেসিংরুম ভাগাভাগি করা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। বিপিএলে তামিমের দল বরিশালে খেলা মাহমুদউল্লাহ বলেন, আমরা মাঠ থেকে তার জাদুকরী ব্যাটিং দেখিছে। অনেক বছর দেশকে সার্ভিস দিয়েছেন। তার কারিশমা মিস করা হবে। মুশফিক জানান, তামিম বাংলাদেশের ইতিহাস সেরা ব্যাটার। তামিম সবার প্রতি খুবই দয়ালু। এটাই তার ব্যক্তিত্ব।

তামিমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তার স্ত্রীও। এ সময় তামিমের হাতে জাতীয় দলের তিন ফরম্যাটের জার্সি স্মরক হিসেবে তুলে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন দুই সন্তান এবং বড় ভাই নাফিস ইকবাল ও তার পরিবার।

সম্পর্কিত নিবন্ধ