সেই বরিশালের লঞ্চেই বিপিএলের ট্রফি
Published: 7th, February 2025 GMT
চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএলের টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ফরচুন বরিশাল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমজমাট ফাইনালে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিয়েছিল চিটাগং। তামিম ইকবালের দল লক্ষ্যটা ছুঁয়ে ফেলল ৩ বল আর ৩ উইকেট হাতে রেখেই।
বিপিএল ফাইনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ফৌজদারহাট ক্যাডেট কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাপ্রধান
চট্টগ্রামের ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ান অ্যাসোসিয়েশনের (ওফা)’ আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর দ্বিতীয় দিন জমকালো আয়োজনে উদ্যাপিত হয়েছে। শুক্রবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী প্রাক্তন বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত ‘৭১–এর ফৌজিয়ান’ এ পুষ্পস্তবক অর্পণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে তাঁদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এর আগে প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মো. মাসুদুর রহমান, কলেজ অধ্যক্ষ মাহিনুর আক্তার এবং ওফার চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিনসহ অতিথিরা।
অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।