Risingbd:
2025-03-10@03:40:08 GMT

কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

Published: 7th, February 2025 GMT

কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

চাঁদপুরের কচুয়ায় মালবাহী পিকআপ ছিনতাই করতে গিয়ে গাড়ির চাপায় মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, ভোরে শিমুলতলী এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ গাড়ি ছিনতাই করতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এসময় তারা পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

ওসি এম আবদুল হালিম বলেন, “ডাকাতদলের সদস্য মহসিন কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের মরদেহ কচুয়া থানায় আনার পর ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “পিকআপচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সদস য

এছাড়াও পড়ুন:

বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহত, প্রতিবাদে অবরোধ, যানজট

রাজধানী ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাকশ্রমিক। প্রতিবাদে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।  সকাল সাড়ে আটটার দিকে বনানী, মহাখালী ও গুলশানে যান চলাচল প্রায় বন্ধ ছিল। মহাখালী ও বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও এ সময় তীব্র যানজট হয়।  

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কীভাবে তাঁদের চাপা দিয়েছে তা এখনো জানা যায়নি।  

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  রাসেল সরকার প্রথম আলোকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

সম্পর্কিত নিবন্ধ