রাজশাহীর বাঘায় এক আওয়ামী লীগের নেতার বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। হামলাকারীরা বাড়ির এসিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার কিশোরপুর গ্রামের হাজামপাড়ায় এ ঘটনা ঘটেছে। এরপরই গ্রামের হিন্দুপাড়ায় এক শিক্ষকের বাসায় তারা হামলা করে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগের ওই নেতার নাম আবদুর রহমান। তিনি বাঘার পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক। দ্বিতীয় বাড়ির মালিক একজন স্কুলশিক্ষক। তাঁর নাম প্রদীপ কুমার সরকার। তিনি হরিরামপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক। এ ছাড়া হামলাকারীরা হিন্দুপাড়ার গৌরচন্দ্র ও চিন্ময় সরকারের বাড়িতেও হামলার চেষ্টা করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বাড়ির টিনের চালা পুড়ে যায়। তিন ঘরের সব আসবাব পুড়ে গেছে। জমির কাগজসহ মজুত করা কয়েক মণ মসুর, শর্ষে, কলাই ও গম পুড়ে নষ্ট হয়ে গেছে। বাড়িতে ৩০০ কবুতর ছিল। আগুনে কিছু কবুতর পুড়ে গেছে। কিছু উড়ে যেতে পেরেছে আর দামি কবুতরগুলো লুট করা হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করছেন। হামলাকারীরা বাড়ির এসি, কীটনাশক ছিটানো মেশিন, ১৫ হাজার টাকার কীটনাশকসহ আরও কিছু জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

আব্দুর রহমানের ছেলে রাজশাহী শহরের একটি মাদ্রাসায় পড়ে। ছেলের পড়াশোনার কারণে মা–বাবাও সেখানে থাকেন। এই বাড়িতে আবদার আলী নামের একজন তত্ত্বাবধায়ক থাকেন। তিনি রাত নয়টার দিকে বাসায় আসেন। বৃহস্পতিবার তাঁর আসার আগেই ঘটনা ঘটে গেছে। বাড়িটি দোতলা। ছাদের একাংশ টিন দিয়ে ছাওয়া। সন্ধ্যা সাতটার পরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা চলে যাওয়ার পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আব্দুর রহমানের স্ত্রী লাভলী বেগম রাজশাহীতে ছেলের কাছেই ছিলেন। গতকাল রাতে তাঁর ননদের ফোন পেয়ে সকালে বাড়িতে আসেন। তিনি বলেন, ‘বাড়িত আইসি দেখছি আমার সবকিছু পুইড়ি শেষ হয়্যা গিচে। জমির কাগজপত্র পর্যন্ত পুইড়ি গিচে। সবচাইতে দুঃখের বিষয়, আমার ছেলির শখের ৩০০ কবুতর ছিল। দামি দামি কবুতর। একটার দামই ৫ হাজার টাকা। ছেলি এত ভালোবাসে কোনো দিন একটা জবাই করতে দেয় না। সেই কবুতর কিছু পুইড়ি গিছে। দামিগুলো লুট কইরি লিয়া গিচে। কিছু উইড়ি ইদিকউদিক চইলি গিছে। বাড়িত আর ব্যবহার করার মতো কিচ্ছু নাই।’

একজন প্রত্যক্ষদর্শী বললেন, ‘১৫ থেকে ২০ জন হামলাকারী ছিল। তারা সবাই হেলমেট পরে ছিল। সবার মুখ ঢাকা ছিল। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র লিয়া মোটরসাইকেলে করে আসে। ওরা এলাকার কোনো মানুষেক ঢুকতে দেয়নি। মুখ খারাপ কইরি গালাগাল করতে থাকে। কেউ কাছে ভিড়তে পারেনি। আসার চেষ্টা করলেও সবাইকে ওরা খেদাই দিচে। ভাঙচুর লুটপাট করার পরে পেট্রল দিয়ে সারা বাড়িতে আগুন জ্বালাইয়ে দিয়ে তারা চলে গেল।’

শুক্রবার দুপুরে এই বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, সব জিনিসপত্র পুড়ে কালো হয়ে গেছে। মেঝেতে শুধু ছাই পড়ে আছে। হিন্দুপাড়ার প্রদীপ কুমার সরকারের বাড়িতে শুধু তাঁর বোন প্রমিলা সরকার ছিলেন। প্রদীপর সরকার তাঁর স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। প্রমিলা সরকার বললেন, গেট ভাঙার চেষ্টা করে পারেনি। ব্যালকনিতে আগুন ধরিয়ে দেয়। আগুন বেশি ছড়ায়নি। একপর্যায়ে তারা ব্যালকনির দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। তাদের বাড়িতে সমাজের অনুষ্ঠানের যত জিনিসপত্র ছিল, সব হামলাকারীরা লুট করে নিয়ে যায়।

গৌচন্দ্র ও চিন্ময় সরকারের বাড়িতে গিয়ে দেখা যায়, হামলাকারীরা গেট ভাঙার চেষ্টা করেছে। স্টিলে পাতের গেটে হামলার চিহ্ন রয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। ততক্ষণে আব্দুর রহমানের বাড়ির আগুন নিয়ন্ত্রণে এসেছিল। আর প্রদীপ মাস্টারের বাড়ির বারান্দার আগুন লাগানোর চেষ্টা করেছিল। সেটা সেভাবে জ্বলেনি। তাঁরা নিজেদের মতো করে তদন্ত করছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র রহম ন র জ ন সপত র ল ট কর আওয় ম সরক র

এছাড়াও পড়ুন:

‘মাইগ্রেন’ কি ভয়াবহ কোনো রোগ?

চিকিৎসকেরা বলছেন, বিশ্বের অনেক মানুষ মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। চিকিৎসকেরা বলছেন মাইগ্রেন সারিয়ে তোলা যায় না। তাহলে মাইগ্রেনের সমস্যায় ভুগলে করণীয় কী?

ভারতীয় নিউরোলজিস্ট ডা. অমিতাভ ঘোষ একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘ মাইগ্রেনের ব্যথা টিপিক্যালি মাথার একদিকে হয়। হয়তো ডানে, নয়তো বামে। পরে ছড়াতে পারে। ব্যথা বেড়ে পুরো মাথায় ছড়িয়ে পড়তে পারে। কিন্তু শুরু হয় একদিক থেকে। দপ-দপ করে। কারও কাছে মনে হতে পারে, কেউ মাথা পেটাচ্ছে। কেউ বলে মাথার ভেতর থেকে ফেটে বেরোচ্ছে। উজ্জ্বল আলোর দিকে তাকাতে কষ্ট হয়। আওয়াজে কষ্ট হয়। রোগী ঘরের আলো নিভিয়ে শুয়ে থাকতে চায়। অনেকের বমি আসে। দৈনন্দিন কাজে অসুবিধা হয়। অনেক সময় মনে হয় টেবিলে মাথা হেলিয়ে শুয়ে থাকি। বা বিছানায় গিয়ে শুয়ে পড়তে ইচ্ছা হয়। এগুলো টিপিক্যাল মাইগ্রেনের লক্ষণ।

এই নিউরোলজিস্ট আরও বলেন, ‘‘মাইগ্রেন ভয়াবহ কোনো রোগ নয়। এটি সারিয়ে তোলা যায় না কিন্তু কমিয়ে রাখা যায়। অনেক সময় মাইগ্রেনের ব্যথা ঘন ঘন হতে পারে। আবার এক মাসে একবার নাও হতে পারে। বিশ্বের প্রতি পাঁচ জন নারী ও শিশুর মধ্যে একজন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। নারী-পুরুষ মিলিয়ে প্রত্যেক দশ জনে একজন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। বিশ্বের প্রায় এক শতাংশ মানুষ প্রত্যেক মাসে মাইগ্রেনের সমস্যায় ভুগে থাকেন। ’’

আরো পড়ুন:

কীভাবে বুঝবেন গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা

ঘুম কম হয় কেন?

ডা. অমিতাভ জানান, যাদের ঘন ঘন ব্যথা হয় তাদের ওষুধ দেই যাতে ব্যথা কমিয়ে রাখা যায়। যাদের মাসে একবার মাইগ্রেনের সমস্যা দেখা দেয় তাদের নরমাল পেইন কিলার বা প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া হয়। যদি ব্যথার মাত্রা বেশি থাকে তাহলে স্ক্যান করা লাগতে পারে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • মহানবীর (সা.) সময়ে স্বাবলম্বী নারীদের পেশা
  • নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
  • রাষ্ট্রীয় স্বীকৃতি ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাংকে
  • দিনাজপুরের বনতাড়া গ্রামে ৭ দিন আতঙ্কের পর এল সম্প্রীতির বার্তা
  • নেত্রকোনায় কৃষক আনোয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
  • ‘ও খোদা, এই ট্রাক দি আঁই কিরমু’
  • চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণের পর রিংয়ের আঘাতে বিচ্ছিন্ন হলো পথচারীর পা
  • মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ ‘দ্য ডিপ্লোম্যাট’, মুখ খুললেন জন আব্রাহাম
  • ‘গায়ে আগুন লাগার পর তা নেভাতে আমি পশুর মতো এদিক-ওদিক ছুটছিলাম’
  • ‘মাইগ্রেন’ কি ভয়াবহ কোনো রোগ?