তামিম-মালানকে ফিরিয়ে ব্রেক থ্রু শরিফুলের
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম কিংস। ওই রান তাড়ায় তামিম-হৃদয় ৭৬ রানের জুটি গড়েন। এরপর জোড়া ব্রেক থ্রু দিয়েছেন শরিফুল। তামিম ও ডেভিড মালানকে ফিরিয়েছেন তিনি।
ফরচুন বরিশাল ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান করেছে। ক্রিজে থাকা হৃদয় ২২ বলে ২০ রান করেছেন। তার সঙ্গী কাইল মায়ার্স। তামিম ২৯ বলে ৫৪ করে ফিরেছেন। নয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। মালান ১ রান করে আউট হয়েছেন।
এর আগে ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানি ওপেনার খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাতটি চার ও তিনটি ছক্কা আসে। তার সঙ্গে জুটি গড়া পারভেজ ইমন ৪৯ বলে ৭৮ রানের হার না মানা ইনিংস খেলেন। ৩০ বলে ফিফটি করা ইমন শেষের দিকে বাউন্ডারি হাঁকাতে পারেননি। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও চারটি ছক্কা।
চট্টগ্রামের হয়ে গ্রাহাম ক্লার্কও ঝড়ো ব্যাটিং করেন। তার ব্যাট থেকে ২৩ বলে ৪৪ রান আসে। তিনি তিনটি ছক্কা মারেন। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে খেলা তার ইনিংসে চার ছিল দুটি। দারুণ বোলিং করেছেন বরিশালের মোহাম্মদ আলী। ১ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সারাদেশে দলীয় প্রার্থী ঘোষণা করছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে সিলেট বিভাগের ১৯ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের অফিসে অঞ্চল বৈঠক থেকে নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের।
মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী সমকালকে জানান, দুই বছর আগে তারা সারাদেশে ১৫৩ প্রার্থীর নাম চূড়ান্ত করেন। প্রার্থীদের নাম কেন্দ্র অনুমোদনের পর অঞ্চল থেকে ঘোষণা করা হচ্ছে।
১৯ আসনের প্রার্থী হলেন– সিলেট-১ আসনে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-২ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট-৩ দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ, সিলেট-৪ জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সিলেট-৫ জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান ও সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-২ সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ শিশির মনির, সুনামগঞ্জ-৩ সিলেটের এপিপি ইয়াছিন খান, সুনামগঞ্জ-৪ মুহাম্মদ শামসউদদীন ও সুনামগঞ্জ-৫ আসনে আব্দুস সালাম আল মাদানী।
হবিগঞ্জ-১ আসনে মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, হবিগঞ্জ-২ ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী, হবিগঞ্জ-৩ জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ ও হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।
মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী, মৌলভীবাজার-৩ সাবেক জেলা আমির আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ আসনে আব্দুর রব।