বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। সেটি শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন ও প্রেসক্লাব হয়ে পল্টনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

‘মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে ইসলামী ছাত্রশিবির। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠার পর থেকে শিবিরের ওপর নির্যাতনের ধারাবাহিকতা থাকলেও সংগঠনটির অবদানকে কেউ দমিয়ে দিতে পারেনি। ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি শুরু হয়েছিল, এর কারণে ছাত্রসমাজের কাছে ছাত্ররাজনীতি ভয় ও আতঙ্কের নামে পরিণত হয়েছে। কিন্তু শিবির সব সময় ভালো নাগরিক তৈরি করার ছাত্ররাজনীতি করেছে।’

প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর দাবি জানিয়ে ছাত্রশিবিরের সভাপতি বলেন, সরকারকে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে স্বাধীন শিক্ষা কমিশন গঠন করতে হবে। এ ছাড়া শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে লড়াই–সংগ্রাম করা ছাত্রদলসহ ইসলামি মূল্যবোধের ছাত্রসংগঠনকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র–জনতা তাঁদের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে তাঁরা ফ্যাসিবাদমুক্ত করেছেন। তাঁদের চোখে স্বপ্ন ছিল এক বৈষম্যহীন সমাজের। আমরা মেধা ও সততার মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে তুলব।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারেনি। বাংলাদেশের অসংখ্য শক্তি তাদের সব শক্তি দিয়ে শিবিরের সুন্দরতম পথচলাকে রুদ্ধ করতে চেয়েছিল। ইসলামী ছাত্রশিবির যতটা না রাজপথে থেকেছে, তার চেয়ে বেশি ছিল শিক্ষার্থীদের মনে ইসলাম ও দেশের সমৃদ্ধি ঢুকিয়ে দেওয়ার কাজে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবির সংগীতের রচয়িতা মোহাম্মদ মোরশেদ আলী, ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা। শোভাযাত্রায় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠান ‘দুর্বার ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অদম্য মেধাবী (শারীরিক প্রতিবন্ধী) শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইসল ম

এছাড়াও পড়ুন:

তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল (রবিবার) তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব ব্যাংক বন্ধ থাকবে।

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চৈত্র সংক্রান্তি উপলক্ষে রবিবার (১৩ এপ্রিল) তিনটি পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর সব শাখা, উপশাখা বন্ধ থাকবে।

আরো পড়ুন:

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ট্রাম্পের শুল্ক
প্রভাব পড়বে না পুঁজিবাজারে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশ্লেষকদের

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল তিন পার্বত্য অঞ্চল রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ছুটি ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি জানান, পার্বত্য অঞ্চলে চৈত্র সংক্রান্তিতে বিজু, বৈষাবী, সাংগ্রাইসহ অনেক উৎসবের আয়োজন করা হয়। তাদের জন্য নির্বাহী আদেশে একটি ছুটির বন্দোবস্ত করা হয়েছে। এই ছুটি আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন যেমন- সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্যও এই ছুটি প্রযোজ্য হবে।

পরে ২৭ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করে তিন পার্বত্য অঞ্চলে ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে।

ঢাকা/এনএফ/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির বিকৃতি ছাড়া কিছুই নয়: ইসলামী ছাত্র আন্দোলন
  • বরিশালে পুলিশের বাধায় রামায়ণ নাটক প্রদর্শন বন্ধ
  • ভবিষ্যতে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানো হবে না: রেল উপদেষ্টা
  • চৈত্রসংক্রান্তি ও বৈসাবি উপলক্ষে পাঁচ দিন ছুটির দাবি
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলাকারীরা ‘আওয়ামী ফ্যাসিস্টদের দোসর’: হেফাজতে ইসলাম
  • ‘আধুনিক’ পাহাড়ি গান-নৃত্য যাঁদের দিয়ে শুরু
  • তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
  • গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত আজ
  • মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের অবস্থান কর্মসূচির ঘোষণা
  • শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন বন্ধ করতে বহিরাগতদের বিক্ষোভ