চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে বাকি আর ১২ দিন। সময় যতই ঘনিয়ে আসছে, টুর্নামেন্ট নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ততই বাড়ছে। দলগুলো নিয়ে বিশ্লেষণ করাও শুরু হয়ে গেছে। সেমিফাইনাল ও ফাইনালে উঠবে কারা, কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি, কোন দল চমক দেখাতে পারে—এমন ভবিষ্যদ্বাণীও করছেন কেউ কেউ।

শোয়েব আখতার তাঁদেরই একজন। ক্রিকেট ইতিহাসের দ্রুততম এই বোলারের মতে, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত–পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া আফগানিস্তান চমক দেখিয়ে সেমিফাইনালে উঠতে পারে বলে মনে করছেন শোয়েব। তবে চতুর্থ সেমিফাইনালিস্ট কারা হতে পারে, তা জানাননি।

অনেক জল ঘোলার পর ‘হাইব্রিড মডেলে’র চ্যাম্পিয়নস ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। মূল আয়োজক শোয়েব আখতারের দেশ পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।

‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। তার মানে, গ্রুপ পর্বেই একবার ভারত–পাকিস্তান লড়াই দেখা যাবে। দুবাইয়ে ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। তবে শোয়েব ভবিষ্যদ্বাণী করেছেন, ফাইনালেও খেলতে পারে রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে ৪৯ বছর বয়সী শোয়েব বলেছেন, ‘আমার বিশ্বাস, ২৩ ফেব্রুয়ারি ভারতকে হারিয়ে দেবে পাকিস্তান। এই দুই দলের ফাইনালেও দেখা হওয়া উচিত। (গ্রুপ পর্বে) ভারত ও নিউজিল্যান্ডকে হারাতে পারলে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার অর্ধেক কাজ হয়ে যাবে।’

শোয়েবের এই কথার অর্থ, গ্রুপের আরেক দল বাংলাদেশকে তিনি পাকিস্তানের জন্য চ্যালেঞ্জ মনে করছেন না এবং শেষ চারেও দেখছেন না।

‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। এবারই প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে চলা আফগানরা কাগজে–কলমে গ্রুপের অন্য তিন দলের চেয়ে পিছিয়ে থাকার কথা। কিন্তু শোয়েব আখতার রশিদ–নবীদের সেমিফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা দেখছেন, ‘আফগানিস্তানের ব্যাটসম্যানরা যদি পরিপক্বতা ধরে রাখতে পারে, তাহলে তারা অপ্রত্যাশিত কিছু (অঘটন) করে ফেলতে পারে।’

ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও দারুণ খেলেছে আফগানিস্তান। পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে তারা হারিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততে হেরে গেছে। নয়তো সেবারই সেমিফাইনালে উঠতে পারত।

অল্পের জন্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ না হলেও বেশি দিন অপেক্ষা করতে হয়নি আফগানদের। গত বছর ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ য় ব আখত র আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

ডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রালপলসি) পরীক্ষার্থী থাকলে শর্ত সাপেক্ষে তাঁরা অতিরিক্ত ৩০ মিনিট প্রাপ্য হবেন।

আরও পড়ুনব্রুনেই ওআইসি শিক্ষার্থীদের দেবে বৃত্তি, আবেদনের সময় বৃদ্ধি ১১ দিন০৪ ফেব্রুয়ারি ২০২৫

অতিরিক্ত ৩০ মিনিট সময় পেতে প্রতিবন্ধী দাবীদার শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সার্টিফিকেট থাকতে হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে দুই দিন আগে অধ্যক্ষ/ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধীদের তথ্য (প্রবেশপত্র ও প্রতিবন্ধী সনদের কপি) পরীক্ষা নিয়ন্ত্রক/সংশ্লিষ্ট উপপরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে সীলগালা করে উপপরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ এই ঠিকানায় পাঠাতে হবে বলা হয়েছে। প্যাকেটের ওপর প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে মর্মেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা, সংশোধিত বিজ্ঞপ্তিতে আসন বৃদ্ধিসহ যে যে পরিবর্তন এল০২ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনরাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি, ইউনিট প্রতি সুযোগ ৯২ হাজার২২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • এক বছরে ৪৩ হাজার কোটি টাকার বিড়ি-সিগারেট বিক্রি করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
  • বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর যে কীর্তি গড়ল জিম্বাবুয়ে
  • বিপিএল ফাইনালে তামিমকে ‘বিদায়’ জানাবে বিসিবি
  • বিশেষ চুক্তিতে নাঈম, জাকির ও জয়
  • প্রথম আলোয় সংবাদপ্রকাশ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ফি কমল ৫০০ টাকা
  • ‘আমি প্রবাসী’র বার্ষিক প্রতিবেদন: ২০২৪ সালে বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ২৭%
  • বন্যায় ক্ষতিগ্রস্ত পাঠাগারটিতে বই নেই, যান না পাঠকেরাও
  • ডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা
  • দলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি