বন্দরে নাসিম ওসমান টোল প্লাজায় পাট বোঝাই ট্রাকে আগুন
Published: 7th, February 2025 GMT
বন্দরের ফরাজীকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজায় একটি পাট বোঝাই ট্রাকে অগ্্িনকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
এরআগে টোল প্লাজার সিটিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলার কারণে ট্রাকটি বুধবার ভোর থেকে ঘটনাস্থলে পার্কিং করা ছিল। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ট্রাক চালক আব্দুল মজিদের দাবি, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬২৯২) যোগে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জের কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই।
পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায় ট্রাকের ধাক্কায়।
এ ঘটনায় টোলপ্লাজার কর্মচারিরা মারমুখী আচরণ করে গাড়ীর চাবি ও কাগজপত্র জোরপূর্বক রেখে দেয়। এবং ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে। ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
পাটের মালিক সুজিত সাহা দাবী করেন, অগ্নিকান্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বুধবার ভোরে টোল প্লাজার সিসি টিভির ক্যামেরা ভেঙ্গে ফেলে পাট বোঝাই ট্রাকটি। তখন ক্ষতিপুরনের কথা বলা হলে চালক জানায় সে মালিকের সাথে যোগাযোগ করতেছে।
কিন্তু আজকে (শুক্রবার) জুম্মার নামাজের সময় ১টার দিকে যখন চারদিক অনেকটাই ফাঁকা তখন কয়েকজন লোক ট্রাকের পেছনে যায় এবং ট্রাকে আগুন জ¦লে ওঠে।
ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে পাটের ট্রাকে আগুন লাগে। পরে ট্রাক চালক ট্রাকটি চালিয়ে টোল প্লাজার সামনে থেকে দুরে নিয়ে যায়। এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, যদি আমরা চাবি নিয়ে যেতাম তাহলে চালক গাড়ি নিয়ে গেলো কিভাবে? সে তো গাড়িতেই ছিল। সিটিটিভির ফুটেজে সব পরিস্কার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা সিসিটিভি ফুটেজও দেখেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
বিএসইসির সার্ভেইল্যান্সে সিস্টেম ব্যবহার অনিয়মের শঙ্কা: দুদক
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেইল্যান্স সিস্টেমের ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।
সোমবার (১০ মার্চ) বিএসইসির সার্ভেইল্যান্স সিস্টেমসের কার্যক্রম তদন্তে এসে তারা সাংবাদিকদের এমন শঙ্কার কথা জানিয়েছেন।
এদিন বিএসইসি কার্যালয়ে সকাল সাড়ে ১১টা থেকে এই অভিযান শুরু করে দুদকের অ্যানফোর্সমেন্ট দল। এ অভিযান পরিচালনার কাজে নেতৃত্ব দেন দুদকের দুইজন সহকারী পরিচালক। এ ছাড়া কাজের সহযোগিতা করেন আরো দুইজন সদস্য।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, ‘‘বিএসইসির সার্ভেল্যান্স সিস্টেমটি নির্ধারিত রুমের বাহিরে আলাদা আরেক রুমে সংযোগ ছিল। অথচ সার্ভেল্যান্স সিস্টেম পুঁজিবাজারের সংবেদনশীল অংশ। এখান থেকে তথ্য পাচারের মাধ্যমে বাজারে ম্যানুপুলেশন হতে পারে। প্রাথমিকভাবে এখানে অনিয়ম হতে পারে ধারণা করা হচ্ছে।’’
তিনি বলেন, ‘‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় রেগুলেটরি ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার, যেটা ইনস্টল করার কথা ছিল। কিন্তু সেটা করা হয়নি। যে প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়ে ২০২২ সালে শেষ হয়ে গেছে। কিন্তু ইনস্টল হয়নি, ব্যবহার হয়নি, পিসিআর হয়নি এবং হস্তান্তর হয়নি।’’
তিনি আরো বলেন, ‘‘এই প্রকল্পটির বাজেট ছিল ২৮ কোটা টাকা। প্রাথমিকভাবে এখানে অনিয়ম হতে পারে বলে মনে হয়েছে। এ সংক্রান্ত রেকর্ডপত্র আরো যাচাই করতে হবে। এ নিয়ে প্রকল্প পরিচালকের সাইফুর রহমানের সঙ্গে কথা বলব।’’
ঢাকা/এনটি/এনএইচ