বন্দরে নাসিম ওসমান টোল প্লাজায় পাট বোঝাই ট্রাকে আগুন
Published: 7th, February 2025 GMT
বন্দরের ফরাজীকান্দায় নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজায় একটি পাট বোঝাই ট্রাকে অগ্্িনকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
এরআগে টোল প্লাজার সিটিটিভি ক্যামেরা ভেঙ্গে ফেলার কারণে ট্রাকটি বুধবার ভোর থেকে ঘটনাস্থলে পার্কিং করা ছিল। আগুনের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্থ ট্রাক চালক আব্দুল মজিদের দাবি, গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) রাত ৮টায় দিকে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৬২৯২) যোগে কিশোরগঞ্জ থেকে পাট নিয়ে নারায়ণগঞ্জের কাশিপুর ইয়াছিন জুট মিলে দিকে রওনা দেই।
পরে ভোর সাড়ে ৩টায় সময় পাট বোঝাই ট্রাকটি বন্দরে নাসিম ওসমান ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে আসলে ওই সময় অসাবধানতা বসত টোল প্লাজার সিসি ক্যামেরা ভেঙ্গে যায় ট্রাকের ধাক্কায়।
এ ঘটনায় টোলপ্লাজার কর্মচারিরা মারমুখী আচরণ করে গাড়ীর চাবি ও কাগজপত্র জোরপূর্বক রেখে দেয়। এবং ক্ষতিপুরন বাবদ ১ লাখ ৭৪ হাজার টাকা দাবি করে। ২ দিন ধরে পাট বোঝাই ট্রাকটি আটক রাখে। ক্ষতিপুরনের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে টোলপ্লাজায় নিয়জিত কর্মচারিরা পাট বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে।
পাটের মালিক সুজিত সাহা দাবী করেন, অগ্নিকান্ডে পাট পুড়ে গিয়ে ২০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে টোলপ্লাজা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বুধবার ভোরে টোল প্লাজার সিসি টিভির ক্যামেরা ভেঙ্গে ফেলে পাট বোঝাই ট্রাকটি। তখন ক্ষতিপুরনের কথা বলা হলে চালক জানায় সে মালিকের সাথে যোগাযোগ করতেছে।
কিন্তু আজকে (শুক্রবার) জুম্মার নামাজের সময় ১টার দিকে যখন চারদিক অনেকটাই ফাঁকা তখন কয়েকজন লোক ট্রাকের পেছনে যায় এবং ট্রাকে আগুন জ¦লে ওঠে।
ধারনা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে পাটের ট্রাকে আগুন লাগে। পরে ট্রাক চালক ট্রাকটি চালিয়ে টোল প্লাজার সামনে থেকে দুরে নিয়ে যায়। এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, যদি আমরা চাবি নিয়ে যেতাম তাহলে চালক গাড়ি নিয়ে গেলো কিভাবে? সে তো গাড়িতেই ছিল। সিটিটিভির ফুটেজে সব পরিস্কার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তারা সিসিটিভি ফুটেজও দেখেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
জাতীয় গণিত উৎসব
২ / ১২উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অতিথিরা।