তীব্র বাতাস, প্রবল বৃষ্টিতে গাজায় ভোগান্তি
Published: 7th, February 2025 GMT
যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা এবার তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতের কবলে পড়েছেন। গাজা উপত্যকায় হু হু করে বয়ে যাওয়া হিমশীতল বাতাসে অনেক তাঁবু উড়ে গেছে। এতে নারী, শিশু ও বৃদ্ধরা জীবন নিয়ে শঙ্কায় পড়েছেন। বাসস্থানের পাশাপাশি গরম পোশাকের মতো মৌলিক চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছেন তারা। যুদ্ধবিরতির দুই সপ্তাহ পার হলেও গাজার লাখ লাখ মানুষ এখনও গৃহহীন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের মধ্যেই গাজাবাসীকে এক ভয়াবহ শীতকাল পার করতে হয়েছে। যুদ্ধবিরতির পর ধ্বংসপ্রাপ্ত গাজায় দ্বিতীয়বারের মতো আঘাত হেনেছে তীব্র শীত।
ইসরায়েলের বোমা হামলায় গাজার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় হাজার হাজার পরিবার জীর্ণ তাঁবুতে বসবাস করতে বাধ্য হচ্ছে। তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিতে তাদের দুর্ভোগ বাড়ছে। বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজা কর্তৃপক্ষ বলছে, জরুরি ভিত্তিতে ১ লাখ ২০ হাজার তাঁবুর প্রয়োজন। তাঁবুর বাসিন্দা কাসেম আবু হাসুন বলেন, রাতে ঘুম থেকে উঠে দেখি বাতাসের কারণে তাঁবুগুলো ধ্বংস হয়ে গেছে। ঝোড়ো বাতাসে পোশাক ও খাবারে বালু ছড়িয়ে পড়েছে।
এদিকে চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করবেন বলে দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এটাই হবে তাঁর প্রথম মধ্যপ্রাচ্য সফর। রুবিও ১৩ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। পরে ইসরায়েল, আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফর করবেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে। তাদের অনেক জায়গা আছে। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ফোরটিনে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সূত্র: বিবিসি ও আলজাজিরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
জাতীয় গণিত উৎসব
২ / ১২উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন অতিথিরা।