ক্যানসার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। হিমু পরিবহন আয়োজিত এই দৌড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আজ শুক্রবার সকাল আটটায় শুরু হয়। দোয়েল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর ও স্বাধীনতাসংগ্রাম চত্বর হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয় দৌড়।
এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবিব, এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, দুইবারের এভারেস্টজয়ী এম এ মুহিত, সংগীতশিল্পী ও পর্যটক কনক আদিত্য, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও প্রিভেন্টিভ অনকোলজি বিভাগের প্রধান হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান মুমিত আল রশিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহী, আয়রনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী আরাফাত হোসেনসহ আরও অনেকে।
‘রান ফর ক্যানসার অ্যাওয়ারনেস ২০২৫’ দৌড়ে অংশগ্রহণকারীরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ২ লাখ ৪৭ হাজার, ২ দিন ছুটি
ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এডুকেশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এডুকেশন অ্যাডভাইজার, গ্রেড-এসইও, ঢাকাপদসংখ্যা: ১
যোগ্যতা: এডুকেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ডিজাইন ও ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ২,৪৭,৯০৬ টাকা
সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বিশেষ ছুটি, সবেতন অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।
আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার০৬ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুনডেসকোতে চাকরির সুযোগ, পদ ৬১০৬ ফেব্রুয়ারি ২০২৫