নিখোঁজ যুবকের মরদেহ পাওয়া গেল পুকুরে
Published: 7th, February 2025 GMT
সিরাজগঞ্জের বেলকুচিতে আয়নাল হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। ১০ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
জানা গেছে, স্থানীয় লোকজন শুক্রবার সকালে পুকুরে কচুরিপানা কাটতে গিয়ে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত যুবকের ভাই ময়নাল হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কিছুদিন ধরে তাঁর ছোট ভাইয়ের ঝামেলা চলছিল। কয়েক দিন আগেও তারা মারধর করেছে তাঁকে।ৎ
প্রাথমিক সুরতহালে যুবককে খুনের প্রমাণ মিলেছে জানিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, কারা খুন করেছে, তা জানা সম্ভব হয়নি। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও স্ত্রীর সঙ্গে ঝামেলা ছিল বলে জানা গেছে। তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ মরদ হ মরদ হ
এছাড়াও পড়ুন:
ইতিহাস গড়ে বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলে ২০১৭ সালের ফাইনালে ২০৬ রান করেছিল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালস ওই রানের ধারে কাছে যেতে পারেনি। ২০১৯ এর আসরে ১৯৯ রান করে ১৭ রানে জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তাই জিততে হলে ইতিহাস গড়তে হতো ফরচুন বরিশালের। তাড়া করতে হতো রেকর্ড ১৯৫ রান। ৩ বল ও ৩ উইকেট হাতে রেখে বরিশাল ওই রান তুলে ফেলেছে। তামিম ইকবালের নেতৃত্বে টানা দু’বার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছে।
বিস্তারিত আসছে...