সিরাজগঞ্জের বেলকুচিতে আয়নাল হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। ১০ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। 

জানা গেছে, স্থানীয় লোকজন শুক্রবার সকালে পুকুরে কচুরিপানা কাটতে গিয়ে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। 

নিহত যুবকের ভাই ময়নাল হোসেন বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কিছুদিন ধরে তাঁর ছোট ভাইয়ের ঝামেলা চলছিল। কয়েক দিন আগেও তারা মারধর করেছে তাঁকে।ৎ

প্রাথমিক সুরতহালে যুবককে খুনের প্রমাণ মিলেছে জানিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, কারা খুন করেছে, তা জানা সম্ভব হয়নি। তবে তাঁর শ্বশুরবাড়ির লোকজন ও স্ত্রীর সঙ্গে ঝামেলা ছিল বলে জানা গেছে। তাঁর ভাই মামলার প্রস্তুতি নিচ্ছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স র জগঞ জ মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

গুলশানে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর গুলশানে বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই শিশুর প্রতিবেশী সজল হোসেন পলাশকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় গুলশান থানা পুলিশ।

ধর্ষণের শিকার শিশুর মায়ের বরাত দিয়ে গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন জানান, গতকাল (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত সজল হোসেন পলাশ শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে গুলশান থানায় গিয়ে অভিযুক্ত সজলের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য সোমবার দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

ঢাকা/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ