ফাইনালে দুইশ’ রানের পথে ছুটছে চট্টগ্রাম
Published: 7th, February 2025 GMT
বিপিএলের ফাইনালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। শুরুতে ব্যাটিং করছে চট্টগ্রাম কিংস। দুই ওপেনার খাজা নাফি ও পারভেজ ইমনের ব্যাটে ঝড়ো শুরু করে চট্টগ্রাম। তারা দু’জনই ফিফটি করে দলকে দুইশ’ রানের পুঁজি পাওয়ার মতো ভিত্তি এনে দিয়েছেন।
চট্টগ্রাম ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে। বাঁ-হাতি ওপেনার পারভেজ ইমন ৩৫ বলে ৫৫ রান করেছেন। তার সঙ্গী গ্রাহাম ক্লার্ক। খাজা নাফি ৪৪ বলে ৬৬ রান করে ফিরেছেন। সাতটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি।
বিদেশি ক্রিকেটারের তারার মেলা বসিয়েছে ফরচুন বরিশাল। ফাইনালে ‘কাকে রেখে কাকে খেলাব’ এমন অবস্থা তামিম ইকবালের দলের। তবে ডেভিড মালান, মোহাম্মদ নবী ও কাইল মেয়ার্সের সঙ্গে পেসার মোহাম্মদ আলীকে একাদশে নিয়েছে তারা। ফাইনালের জন্য জেমি নিশামকে ডেকে আনলেও খেলায়নি।
ফাইনালের জন্য চট্টগ্রাম কোন কোন বিদেশি তারকা আনবে কিনা তা নিয়ে আলোচনা ছিল। তবে কোয়ালিফায়ারের একাদশেই আস্থা রেখেছে তারা। শুধু আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় নাইম ইসলাম একাদশে ঢুকেছেন।
বরিশালের একাদশ: তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, এবাদত হোসেন, মোহাম্মদ আলী।
চট্টগ্রাম কিংস: খাজা নাফি, পারভেজ ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন, হুসেইন তালাত, নাইম ইসলাম, শামীম পাটোয়ারি, আরাফাত সানি, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, বিনোরা ফার্নান্দো।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফরিদপুরের তিন গুণী পেলেন হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার
ফরিদপুরের তিন গুণী ব্যক্তি পেলেন হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রথমবারের মতো গবেষণায় ড. মোহাম্মদ আলী খান, কথাসাহিত্যে তাপস কুমার দত্ত ও সাংবাদিকতায় সাদিয়া মাহ্জাবীন ইমামকে এ সাহিত্য পুরস্কার দেওয়া হলো।
প্রধান অতিথি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘হুমায়ুন কবির ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন। তিনিই উপমহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড থেকে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও দর্শনে অনার্স সম্পন্ন করেছেন। ভারতের দুবারের শিক্ষামন্ত্রী ৪৭টি বই লিখেছেন। তাঁর নদী ও নারীর কথা বেশ আলোচিত।’
দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘বাঙালির ঐতিহ্যপূর্ণ ইতিহাস ও গুণী মানুষকে জনসম্মুখে এনে ফরিদপুর সাহিত্য পরিষদ ধারাটিকে পুনরুজ্জীবিত করছে।’
পুরস্কার পেয়ে সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন বলেন, ‘নিজের শহর থেকে পুরস্কার পেয়ে আনন্দিত। অন্যান্য পুরস্কারের তুলনায় এত স্বজনের মাঝে পুরস্কার নেওয়া সত্যিই গর্বের।’
ফরিদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।