অন্তবর্তী সরকারের বিরুদ্ধে ‘অপপ্রচার’ এর উদ্দেশ্যে প্রেসক্লাবের সামনে মিছিল ও লিফলেট বিতরণের অভিযোগে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আবু হাসিব মুক্তসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

বাকি দুই আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  ইমদাদুল হাসান সোহাগ (২৮) ও ঝালকাঠির রাজাপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠানিক সাইফুজ্জামান রুবেল (৩৫)। 

এ দিন আসামিদের আদালতে হাজির করা হয়। শাহবাগ থানার মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কেএম রেজাউল করিম। এ সময় আসামিপক্ষের আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে ছাত্রলীগের এই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, ১ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আসামিরা লিফলেট বিতরণ করেন। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মেহেরপুরে অনিয়মের অভিযোগে পিপির নিয়োগ বাতিল

অনিয়মের অভিযোগে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাককে নতুন পিপি নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো. আরিফুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এই অনুবিভাগটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আদালত সূত্র জানায়, অপসারিত পিপি আবু সালেহ মো. নাসিম আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা এপিপি ছিলেন। কয়েক দিন আগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে সকাল ৮টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি করেছেন। বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতিকে জানাননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা বিভিন্ন মামলার আসামিদের অবাধ জামিনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে। আইন ও বিচার বিভাগকে এ বিষয়ে জানালে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

সম্পর্কিত নিবন্ধ