ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে সুন্নতে খাতনা ও ব্লাড ক্যাম্প
Published: 7th, February 2025 GMT
কোয়ান্টাম ফাউন্ডেশন ফতুল্লা প্রি-সেল'র আয়োজনে এবং ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল ও ফতুল্লা যুব সংসদের সহযোগিতায় বিনামূল্যে সুন্নতে খাতনা ও ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আ.
বক্তব্য রাখেন আমরা মোহামেডান এর প্রধান উপদেষ্টা শিরিন হাবিব, টাচস্টোন এডুকেশনাল হোমের পরিচালক শেলিনা সুলতানা, বিশিষ্ট অর্থনীতিবিদ সেলিম আল মামুন শাহীন, আমরা মোহামেডান এর উপদেষ্টা ও সমাজসেবক মজিবুর রহমান।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ফতুল্লা প্রি-সেল'র আহ্বায়ক মো. সেলিম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যালিক্স প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মতিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান, আবুল বাশার, হেমায়েত রসুল রিপন, নজরুল ইসলাম, এড মাসুদ, মোস্তাক আহমেদ, আবু সাইদ, মাহতাবউদ্দিন কিশোর, শহিদুজ্জামান শাহীন, মাসুমা আক্তার মিমি ও নাসিমা প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মেহেরপুরে অনিয়মের অভিযোগে পিপির নিয়োগ বাতিল
অনিয়মের অভিযোগে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবু সালেহ মো. নাসিমের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাককে নতুন পিপি নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের উপ-সলিসিটর মো. আরিফুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই অনুবিভাগটি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আদালত সূত্র জানায়, অপসারিত পিপি আবু সালেহ মো. নাসিম আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা এপিপি ছিলেন। কয়েক দিন আগে হাইকোর্ট বিভাগের নির্দেশনা অমান্য করে সকাল ৮টায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি করেছেন। বিষয়টি তিনি জেলা আইনজীবী সমিতিকে জানাননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা বিভিন্ন মামলার আসামিদের অবাধ জামিনের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে। আইন ও বিচার বিভাগকে এ বিষয়ে জানালে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।