মৌলভীবাজারে জামায়াতের ৪ প্রার্থী ঘোষণা
Published: 7th, February 2025 GMT
আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মৌলভীবাজার জেলার চারটি আসনে জামায়াতের মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে সাবেক জেলা আমীর আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
জামায়াতের কেন্দ্র থেকে এসব আসনে প্রার্থীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা/আজিজ/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফরিদপুরের তিন গুণী পেলেন হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার
ফরিদপুরের তিন গুণী ব্যক্তি পেলেন হুমায়ুন কবির সাহিত্য পুরস্কার। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রথমবারের মতো গবেষণায় ড. মোহাম্মদ আলী খান, কথাসাহিত্যে তাপস কুমার দত্ত ও সাংবাদিকতায় সাদিয়া মাহ্জাবীন ইমামকে এ সাহিত্য পুরস্কার দেওয়া হলো।
প্রধান অতিথি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘হুমায়ুন কবির ক্ষণজন্মা মহাপুরুষ ছিলেন। তিনিই উপমহাদেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড থেকে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি ও দর্শনে অনার্স সম্পন্ন করেছেন। ভারতের দুবারের শিক্ষামন্ত্রী ৪৭টি বই লিখেছেন। তাঁর নদী ও নারীর কথা বেশ আলোচিত।’
দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন বলেন, ‘বাঙালির ঐতিহ্যপূর্ণ ইতিহাস ও গুণী মানুষকে জনসম্মুখে এনে ফরিদপুর সাহিত্য পরিষদ ধারাটিকে পুনরুজ্জীবিত করছে।’
পুরস্কার পেয়ে সাংবাদিক সাদিয়া মাহ্জাবীন বলেন, ‘নিজের শহর থেকে পুরস্কার পেয়ে আনন্দিত। অন্যান্য পুরস্কারের তুলনায় এত স্বজনের মাঝে পুরস্কার নেওয়া সত্যিই গর্বের।’
ফরিদপুর সাহিত্য পরিষদের অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।