আগামী সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে অঞ্চল বৈঠকে সিলেট বিভাগের চারটি জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

মৌলভীবাজার জেলার চারটি আসনে জামায়াতের মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন- মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মাওলানা আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বর্তমান জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনে সাবেক জেলা আমীর আব্দুল মান্নান ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে অ্যাডভোকেট আব্দুর রব। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেও জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। 

জামায়াতের কেন্দ্র থেকে এসব আসনে প্রার্থীদের কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকা/আজিজ/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

শেষে রোল খুঁজতে গিয়ে দেখি প্রথমটাই আমার

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ