Prothomalo:
2025-02-07@15:41:26 GMT

সুজির গানে ফেরা

Published: 7th, February 2025 GMT

অভিনেত্রী ও গায়িকা—দুই পরিচয়েই পরিচিতি পেয়েছেন কোরীয় তারকা সুজি। মাঝে বছর দুয়েক গান থেকে দূরে ছিলেন। শ্রোতাদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন এই কে–পপ গায়িকা।

প্রায় দুই বছর পর ‘কামব্যাক’ শিরোনামে নতুন একক গান নিয়ে ফিরছেন কে–পপ গার্ল গ্রুপ ‘মিস আ’-এর সাবেক গায়িকা। সুজির এজেন্সি ম্যানেজমেন্ট স্যুপের বরাতে কোরিয়া হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় গানটি প্রকাশিত হবে।

সুজি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আইন নিজের হাতে তুলে নেওয়ার ম‌ধ্যে কল্যাণ নেই: জামায়াত আমির

বর্তমান প‌রি‌স্থি‌তি‌তে আইন নি‌জের হা‌তে তু‌লে না নেওয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলা‌দেশ জামায়াত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান।

ধানম‌ন্ডি-৩২ সহ দে‌শে গত দুই ‌দি‌নে ভাঙচুর, অগ্নিসং‌যো‌গের ঘটনা ইঙ্গিত ক‌রে শুক্রবার সন্ধ‌্যায় জামায়াত আমিরের ভে‌রিফায়েড ফেসবুক পে‌জে এ আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, “গত তিন দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনভাবেই কোন দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে না।”

আরো পড়ুন:

আ.লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করেই নির্বাচন হতে হবে: গোলাম পরওয়ার

“আমাদের আহ্বান, আইন নিজের হাতে তুলে নেওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সবাই মিলে জোর দাবি তুলি-গত ১৫ বছরে যারা খুন, গুম, লুটপাট, দুর্নীতি বিশেষভাবে ২৪ এর গণহত্যা সংগঠিত করেছে, অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করা হোক।”

শ‌ফিকুর রহমান পাচারের অর্থ, লুণ্ঠনের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনার দা‌বি জা‌নি‌য়ে
ব‌লেন, “নিরীহ জনগণের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।”

ধানম‌ন্ডি-৩২ নম্বর গুঁড়ি‌য়ে দেওয়ার ঘটনার পর জামায়া‌তের আমির ব‌লেন, “সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উসকানিই মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষকে অন্তরে ধারণ করে না। এটি তার ঘৃণিত স্বভাব।”

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

সম্পর্কিত নিবন্ধ