বুলডোজার দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই হুমকি দেন। 

ফেসবুক পোস্টে আখিরুজ্জামান লেখেন, “ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের যেসব দালাল এখনো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কথা বলছে, তাদের বাড়ি বুলডোজার কর্মসূচির আওতায় পড়বে এবং তাদের দেখামাত্রই প্রতিহত করা হবে।”

আরো পড়ুন:

আ.

লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান প্রধান উপদেষ্টার

যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান

এদিকে, উপজেলা কৃষক দল সভাপতির ফেসবুক পোস্ট ঘরে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর ভেতরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা আবু সায়েম সরকার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জন মানুষের জন্য রাজনীতি করে। মানুষের ভোগান্তি হয় এমন কোনো কাজ বিএনপি ও তার সহযোগী সংগঠন করে না। যদি কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ করার উসকানিমূলক কথা বলেন, সেটা তার ব্যক্তি দায়।বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) এমন জনবিরোধী কাজ সমর্থন করে না।”

কখন শুরু হবে বুলডোজার কর্মসূচি এমন প্রশ্নের জবাবে উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম জানান, তার ফেসবুক স্ট্যাটাস মূলত আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটি বার্তা। তিনি বলেন, “যদি তারা ফেসবুকে এমন কার্যক্রম চালিয়ে যেতে থাকেন, তবে প্রতিহত করা হবে।”

আপনার এই স্ট্যাটাসের কারণে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন আশপাশের সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবেন জানতে চাইলে আখিরুজ্জামান মাসুম বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে।”

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, “যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে।” 

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ আওয় ম ল গ র ফ সব ক উপজ ল ব এনপ

এছাড়াও পড়ুন:

শীর্ষে উঠার সুযোগ হারাল অ্যাতলেটিকো

স্প্যানিশ লা লিগায় সবশেষ এই ধরনের ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার শেষ পর্যন্ত শিরোপা জিতে অ্যাতলেটিকো মাদ্রিদ। সুদীর্ঘ ১০ মৌসুম পরে আবারও সেই উত্তাপ টের পাচ্ছে লা-লিগা। প্রথম তিন দলের পয়েন্টের পার্থক্য ৩, এমন একটা সমীকরণ নিয়ে রবিবার (৯ মার্চ, ২০২৫) মাঠে নেমেছিল অ্যতলেটিকো। গেটাফের মাঠে গিয়ে ২-১ ব্যবধানে হেরে এলো দিয়েগো সিমিওনের দল।

শীর্ষে উঠার সুবর্ণ সুযোগ নিয়ে গেটাফের মাঠে নেমেছিল অ্যাতলেটিকো। গোটা ম্যাচেই দুই দলের কঠিন লড়াই হলো। একদম শুরু থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত। ম্যচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ।

আরো পড়ুন:

ঘরের ছেলের ছোবলে হারল রিয়াল

রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার

ম্যাচের ৮৮তম মিনিটে ফাউল করে অ্যাতলেটিকোর আর্জেন্টাইন উইঙ্গার অ্যানজেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখেন। সেই সুযোগে স্বাগতিকদের সমতায় ফেরান মাউরো আরামবারি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাতলেটিকোকে স্তব্দ করে দেন আরামবারি। দ্বিতীয় গোল করে গেটাফের ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

এই হারের ফলে ২৭ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অ্যাটলেতিকো। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের। এক ম্যাচ কম খেলা বার্সেলোনাও সমান ৫৭ পয়েন্ট, তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে লস ব্ল্যাঙ্কসরা।

আসছে বুধবার (১২ মার্চ, ২০২৫) দিবাগত রাতে ঘরের মাঠে মেট্রোপলিতানোতে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নামবে অ্যাতলেটিকো। আগের লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় এই ম্যাচে জয়ের বিকল্প নেই লস রোজাব্ল্যাঙ্কসদের।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ