চতুর্থ বিয়ের স্বপ্ন দেখেন ছেষট্টির লাকি আলী
Published: 7th, February 2025 GMT
ভারতের জনপ্রিয় গায়ক-অভিনেতা লাকি আলী। ‘ও সানাম’, ‘এক পাল কা জিনা’-এর মতো শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ৬৬ বছরের এ গায়ক জানালেন, চতুর্থবারের মতো বিয়ে করতে চান তিনি।
টাইমস নাউ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন লাকি আলী কেবল তার আইকনিক গানই পরিবেশন করেননি বরং তার পেছনের গল্পগুলোও তুলে ধরেন। সেখানে তার পরবর্তী ইচ্ছা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। জবাবে লাকী আলী বলেন— “পুনরায় বিয়ে করা আমার স্বপ্ন।”
দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের এই আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেন লাকি আলী। এরপর থেকে লাকি আলীর বিয়ে নিয়ে জোর চর্চা চলছে। তবে কাকে বিয়ে করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি।
আরো পড়ুন:
নায়ক শাহরুখ, তবু অভিনয়ের প্রস্তাব ফেরান কাজল
সকালে যজ্ঞ, রাতে মদ্যপান: মুখ খুললেন বিতর্কিত মমতা
লাকি আলি প্রথম ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বাসিন্দা মেগানকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে।
১৯৯৬ সালে লাকি আলীর ‘সুনো’ অ্যালবাম প্রকাশের সময়ে অস্ট্রেলিয়ান নাগরিক মেগানের সঙ্গে পরিচয়। একই বছরে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। পরে ভেঙে যায় এই সংসার।
২০০০ সালে অনাহিতা নামে পাস্যের এক নারীকে বিয়ে করেন লাকি আলী। এ গায়ককে বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নাম বদলে রাখেন ইনায়া। এ দম্পতির সারা ও রাইয়ান নামে দুই সন্তান রয়েছে। কিন্তু এ সংসারও টিকেনি।
২০১০ সালে ব্রিটিশ মডেল কেট এলিজাবেথ হাল্লামকে বিয়ে করেন লাকি আলী। বিয়ের পর ২৫ বছরের কেট নিজের নাম বদলে আয়েশা আলী রাখেন। এ সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা।
বলিউডের জনপ্রিয় কৌতুকাভিনেতা মেহমুদ আলীর ছেলে লাকি আলী। ভারতের সীমানা ছাড়িয়ে লাকি আলীর খ্যাতি বাংলাদেশেও রয়েছে। গানের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে লাকি আলীকে।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি বাতিলের দাবি বিজেপি নেতার
বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি বাতিল করার দাবি করেছেন ক্ষমতাসীন দল বিজেপির সংসদ সদস্য নিশিকান্ত দুবে। সম্প্রতি পাহেলগামে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদি সরকার। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গেও পানি বন্টন চুক্তি বাতিলের দাবি করেন তিনি। এমনকি ভারত এবং বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বন্টন চুক্তিতে ত্রুটি রয়েছে বলেও তার অভিমত।
বার্তা সংস্থা এএনআইকে বিজেপির সংসদ সদস্য বলেন, ‘গঙ্গার পানি চুক্তির সিদ্ধান্ত ভুল ছিল। ১৯৯৬ সালে তৎকালীন কংগ্রেস সরকার ভুল করেছিল। বিহারের মুখ্যমন্ত্রী (নীতীশ কুমার) বারবার এই কথা বলে আসছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি) তিস্তা পানি বণ্টন চুক্তির বিরোধিতা করেছেন। এমনকি আসামের মুখ্যমন্ত্রী (হিমন্ত বিশ্ব শর্মা) ব্রহ্মপুত্রের পানি বাংলাদেশে যাওয়ার বিরোধিতা করেছেন।’
দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিশিকান্ত। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যোগ রয়েছে দাবি করে নিশিকান্ত বলেন, ‘লস্কর-ই-তৈয়বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করছে। তাই জঙ্গি অনুপ্রবেশ বন্ধ করতে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করা প্রয়োজন।’