একুশে বইমেলায় অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বিশিষ্ট নারী পরিব্রাজক ও কাহিনিকার এলিজা বিনতে এলাহীর ভ্রমণকাহিনি ‘পূর্ব আফ্রিকার তিনকাহন’।

সাবলীল গদ্যে বইটিতে রয়েছে আফ্রিকার তিনটি দেশ যথাক্রমে কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণের বিস্তারিত কাহিনি। এই দেশ তিনটির আকর্ষণীয় স্থানের বর্ণনার পাশাপাশি বইটিতে দেশ তিনটির ইতিহাস, ঐতিহ্য, মানুষ ও সাংস্কৃতিক বিবরণ রয়েছে।

গ্রন্থটি সম্পর্কে এলিজা বিনতে এলাহী বলেন, “পূর্ব আফ্রিকার তিনদেশ কেনিয়া, উগান্ডা ও রুয়ান্ডা ভ্রমণ অভিজ্ঞতা লিখেছি "পূর্ব আফ্রিকার তিনকাহন’ ভ্রমণগদ্যে। আফ্রিকার সংস্কৃতি, প্রত্নস্থল, বৈচিত্র্যপূর্ণ খাবার, মানুষ, বিস্তীর্ণ সাভানা অঞ্চল, জাদুঘর, পাহাড়, প্রাণীদের  কথা যারা পড়তে আগ্রহী তারা সংগ্রহ করতে পারেন বইমেলা থেকে গ্রন্থটি।”

আরো পড়ুন:

বইমেলায় ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’

সালাহ উদ্দিন মাহমুদের নতুন গ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’

‘পূর্ব আফ্রিকার তিনকাহন’ গ্রন্থটির প্রকাশক অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। 

ঢাকা/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল বইম ল

এছাড়াও পড়ুন:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন দাবিতে কফিনযাত্রা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে কফিন নিয়ে পদযাত্রা ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মহাসড়কের লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় ‘আমরা ১১ জনে’র ব্যানারে এ কর্মসূচি হয়।

সড়ক দুর্ঘটনায় গত ৩১ মার্চ চুনতি জাঙ্গালিয়ায় ৫ ও ১ এপ্রিল ১১ জন নিহত হন। গতকাল নিহত ১১ জনের কফিন অবয়ব নিয়ে পদযাত্রা হয়। পরে ১১ আন্দোলনকারী কাফন পরে মহাসড়কে প্রায় আধা ঘণ্টা রক্তাক্ত লাশের মতো অবস্থান করেন।

আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক মৃত্যুকূপে পরিণত হয়েছে। এ সড়ক ছয় লেনে উন্নীত করার বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমরা  আর দীর্ঘ লাশের মিছিল চাই না।
 

সম্পর্কিত নিবন্ধ