চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইকে চ্যালেঞ্জ জানিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন মডেল উন্মুক্ত করেছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। প্রতিষ্ঠানটির দাবি, ‘ওমনিহিউম্যান-১’ নামের এআই মডেলটি ছবি ও অডিও ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে পারে। এর ফলে সহজেই নিজেদের পছন্দমতো ভিডিও তৈরি করতে পারবেন টিকটক ব্যবহারকারীরা। নতুন এআই মডেলটি শিগগিরই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে।

সম্প্রতি সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ওমনিহিউম্যান-১ মডেলটি মানুষের কথা বলা, গান গাওয়া ও শরীরের স্বাভাবিক গতিবিধি অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে। বিদ্যমান অডিওনির্ভর ভিডিও তৈরির প্রযুক্তির তুলনায় এটি অনেক বেশি উন্নত। যদিও মডেলটি এখনো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি, তবে এর কিছু নমুনা ভিডিও ইতিমধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বক্তৃতা দিচ্ছেন। ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুনটিকটকে ভিডিও ভাইরাল হওয়ার রহস্য ফাঁস২২ জানুয়ারি ২০২৩

ওমনিহিউম্যান-১ প্রশিক্ষণের জন্য বার্তা, অডিও ও শরীরের নড়াচড়ার বৈচিত্র্যময় তথ্যভান্ডার সংযুক্ত করা হয়েছে, যা মডেলটিকে আরও নিখুঁত ও বাস্তবসম্মত করেছে। বাইটড্যান্সের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন। তার হাতের ভঙ্গি, ঠোঁটের নড়াচড়া ও মুখাবয়বের অভিব্যক্তি এতটাই নিখুঁত যে বাস্তব ভিডিওর সঙ্গে পার্থক্য করা কঠিন।

আরও পড়ুনটিকটক ব্যবহারকারী কমছে, কারণ কী২৩ জানুয়ারি ২০২৪

এআইনির্ভর ভিডিও তৈরির প্রযুক্তিতে ইতিমধ্যে বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় নেমেছে। গত ডিসেম্বর মাসে ওপেনএআই ‘সোরা’ নামের ভিডিও তৈরির এআই টুল উন্মুক্ত করেছে, যা কাজে লাগিয়ে সহজেই কৃত্রিম ভিডিও তৈরি করা সম্ভব। অন্যদিকে, বার্তা বা ছবি থেকে উচ্চমানের ভিডিও তৈরি করতে সক্ষম ‘ভিও’ মডেল উন্মুক্ত করেছে গুগলের ডিপমাইন্ড।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ত কর ছ ট কটক

এছাড়াও পড়ুন:

গাজার জন্য ‘বাস্তবসম্মত’ আরব পরিকল্পনায় সমর্থন ৪ ইউরোপীয় দেশের

ইউরোপের প্রধান দেশগুলো বলেছে, তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব-সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে।

আরব-সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে ৫৩ বিলিয়ন মার্কিন ডলার। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।

গাজা পুনর্গঠনে মিসরের পরিকল্পনাটি আরব নেতারা অনুমোদন করেছেন। কায়রোতে গত মঙ্গলবার আরব লিগের সম্মেলনে মিসরের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর তিন দিন পর গতকাল শনিবার জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

আরও পড়ুনআরব নেতাদের গাজা পুনর্গঠন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল০৫ মার্চ ২০২৫

কিন্তু আরব-সমর্থিত পরিকল্পনাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ-পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা জোর করে খালি করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের।

ট্রাম্পের প্রস্তাবে গাজাবাসীকে জর্ডান ও মিসরে সরিয়ে দিতে বলা হয়েছে। গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’য় (ভূমধ্যসাগরীয় উপকূল বরাবর একটি রিসোর্ট এলাকা) পরিণত করার বিষয়ে ট্রাম্প তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। ট্রাম্পের পরিকল্পনা ফিলিস্তিনিদের পাশাপাশি আরব নেতারা নাকচ করেছেন।

আরও পড়ুনগাজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাবে সমর্থন ওআইসির ১৪ ঘণ্টা আগে

গাজার ভবিষ্যৎ নিয়ে আরব-সমর্থিত পরিকল্পনাটি ট্রাম্পের ধারণার একটি বিকল্প। গতকাল শনিবার ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আরব-সমর্থিত পরিকল্পনাটিকে ‘বাস্তবসম্মত’ বলে স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনায় পাঁচ বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কথা বলা আছে।

এক বিবৃতিতে ইউরোপের এই দেশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আরব-সমর্থিত প্রস্তাবটিতে গাজার বিপর্যয়কর জীবনযাত্রার দ্রুত ও টেকসই উন্নতির প্রতিশ্রুতি আছে।

আরও পড়ুনগাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প প্রস্তুত০৪ মার্চ ২০২৫আরও পড়ুনগাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরব দেশগুলো০৪ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • গাজার জন্য ‘বাস্তবসম্মত’ আরব পরিকল্পনায় সমর্থন ৪ ইউরোপীয় দেশের