মাছ ধরা নিয়ে বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, চাচাতো ভাই আটক
Published: 7th, February 2025 GMT
নওগাঁর মান্দা উপজেলায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার লাঠির আঘাতে ভাতিজা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকমানিক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম জামিরুল ইসলাম ওরফে জামু (৪৫)। তিনি চকমানিক গ্রামের হাসান আলী মণ্ডলের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের বাসিন্দা আবুল কাসেম মণ্ডল (৬৫) ও তাঁর ছেলে আবদুল মতিন (৩৩)। আবুল কাসেম জামিরুলের চাচা।
ঘটনার প্রসঙ্গে চকমানিক গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন জানান, আবুল কাসেম মণ্ডলের সঙ্গে জমিজমা নিয়ে তাঁর ভাই হাসান আলী মণ্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে স্থানীয় একটি বিলের বিবাদমান জমিতে মাছ ধরার প্রস্তুতি নেন আবুল কাসেম। এ নিয়ে জামিরুলের সঙ্গে চাচা আবুল কাসেমের বাগ্বিতণ্ডা হয়। এর একপর্যায়ে জামিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আবুল কাসেম। এতে ঘটনাস্থলেই জামিরুলের মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জামিরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ
কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।
ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।
উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।