চসিকের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
Published: 7th, February 2025 GMT
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইলকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে নগরের পাহাড়তলী থানার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ বাবুল আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বাবুল আজাদ বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ কয়েকটি মামলার আসামি সাবেক এই কাউন্সিলর ইসমলাইল। তাকে গ্রেপ্তারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পাহাড়তলীর লোহার পুল এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো পড়ুন:
সুনামগঞ্জের এসপি আনোয়ার
আমি আজ চাকরি ছাড়লে কালই নির্বাচন করতে পারব
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে জাবেদ আবছার গ্রেপ্তার
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের উদ্যাগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের হলরুমে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ওয়াদুদ সাগর। শিক্ষা উপকরণ বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহবায়ক কমিটি সদস্য মিনহাজ মিঠু।
কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের নেতা নজরুল ইসলাম দিমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদল নেতা ওমর ফারুক, উপজেলা যুবদল নেতা মো: সাঈদ, কলাগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর,আশাবুদ্দিন, আদনান, সানী, সজিব, মীর কাদির,কালাম, মিঠুন, আরিফিন, নাজিম, ধামগড় ইউনিয়ন যুবদল নেতা মঞ্জুর হোসেন, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা জহিরুল ইসলাম ভূইয়া, আবুল হোসেনসহ কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।