চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সাড়ে ছয় বছর পর নতুন কমিটি গঠন করা হলো।

শুক্রবার এই কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বেলায়েত হেসেন বুলুকে আহ্বায়ক ও জমির উদ্দিন নাহিদকে সদস্যসচিব করা হয়েছে। আাগমী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান।

নবগঠিত কমিটির আহ্বায়ক বলেন, দলের দুঃসময়ে আমরা মাঠে ছিলাম। জেল খেটেছি। কেন্দ্রের নির্ধারণ করে দেওয়া সময়সীমার মধ্যে আহ্বায়ক কমিটি জমা দেওয়া হবে।

২০১৮ সালের ২৬ জুলাই এইচ এম রাশেদ খানকে সভাপতি ও বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২০ সালের ২২ সেপ্টেম্বর আকার বৃদ্ধি করে ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক কম ট সদস য

এছাড়াও পড়ুন:

প্রেমের সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিলেন মাহি

গেল কয়েক বছরে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন সামিরা খান মাহি। সম্প্রতি একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। সমালোচনার মুখেও পড়তে হয়েছে একাধিকবার। বৃহস্পতিবার হঠাৎ মাহি জানান, প্রেমের সম্পর্ক ভেঙে গেছে তার। এরপর থেকেই সরগরম সোশ্যাল মিডিয়া। সেই প্রেম নিয়ে আবারও মুখ খুললেন মাহি। জানালেন সম্পর্ক ভাঙেনি।

সামিরা খান মাহি গণমাধ্যমকে বলেন, ‘আমার আর সাদাত সাফি নাবিলের সম্পর্ক ঠিক আছে। সব সম্পর্কেই ঝামেলা হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। আমি কিন্তু কোথাও বলিনি, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। একটা স্ট্যাটাস দিয়েছিলাম শুধু যে, বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে।’

বৃহস্পতিবার ইন্সটাগ্রামে মাহি লেখেন, ‘গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে। ট্রলড হওয়ার কষ্ট, বোনের বিয়ের দায়িত্বের চাপ, আর নিজের সম্পর্কের টানাপোড়েন-সব মিলিয়ে ভিতরটা একেবারে খালি খালি লাগছে। সত্যি বলতে, খুব ক্লান্ত, খুবই এলোমেলো লাগছে নিজেকে। আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।’

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়। জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় সাজানো-গোছানো আর নিখুঁত হয় না।’

সম্পর্কিত নিবন্ধ