সাইফের ওপর হামলার মতো করে ছবির প্রচার, বিতর্কের মুখে বাঙালি অভিনেতা
Published: 7th, February 2025 GMT
বারান্দায় বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পেছন পেছন ঘরে ঢুকেছে এক দুর্বৃত্ত! পানি নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুর্বৃত্ত। ধস্তাধস্তির মধ্যেই শেষমেশ দুর্বৃত্ত উধাও। এ পর্যন্ত পড়েই পাঠক নিশ্চয়ই সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হওয়া হামলার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। সাইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের ছবির প্রচারে নামলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তা নিয়েই নিন্দার ঝড়। প্রবল সমালোচনার মুখে ঋত্বিক চক্রবর্তী। খবর সংবাদ প্রতিদিনের
গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন ঋত্বিক স্বয়ং। যাঁর সঙ্গে সাইফের ওপর হামলার মিল পেয়েছেন নেটিজেনরা। শুধু তা–ই নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতকারীর মুখ ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতকারীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে।
আরও পড়ুনসাইফ আলী অভিনেতা হিসেবে যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন০৬ ফেব্রুয়ারি ২০২৫তফাত একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতকারীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম।’ তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।
নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। আমির খানকেও নিজের ছবির প্রচারে ছদ্মবেশে গোটা দেশ চষে ফেলতে দেখা গিয়েছে। সেই প্রচার কৌশলেই অঙ্গ হিসেবে আমিরকে এমনকি হানা দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও। কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেননি নেটিজেনরাও।
একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন মন্তব্যের ঘরে। বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টালিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই। তবে এ ঘটনা নিয়ে ঋত্বিকের মন্তব্য পাওয়া যায়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রুয়েটে ভর্তিযুদ্ধ, প্রতি আসনের জন্য লড়বেন ১৬ শিক্ষার্থী
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (৮ ফেব্রুয়ারি)। এবার রুয়েটের প্রতিটি আসনের জন্য লড়বেন ১৬ জন শিক্ষার্থী।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।
অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক বলেন, “রুয়েটে ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯১৫ জন ভর্তিচ্ছু অংশ নেবে। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৬ জন। ভর্তি পরীক্ষা তিন শিফটে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার শিফট ও পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।”
আরো পড়ুন:
রাজশাহী কলেজে ‘বিন্দু থেকে সিন্ধু’
ঢাকা থেকে নিখোঁজ কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার
তিনি আরো বলেন, “ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্র করে যেকোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম বলেন, “প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-১০০০০১ থেকে ১০৬৬৩৯ পর্যন্ত শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে রোল নম্বর-২০০০০১ থেকে ২০৬৬৩৮ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তৃতীয় শিফটে রোল নম্বর- ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ পর্যন্ত পরীক্ষা হবে, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।”
তিনি আরো বলেন, “প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষা হবে। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।”
তিনি বলেন, “পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। আর পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।”
সংবাদ সম্মেলনে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল, ছাত্র-কল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. আব্দুল্লাহ আল মাহমুদ, উপ-পরিচালক (প্রশাসন) জেডএইচএম মনজুর মোর্শেদ, জনংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা উপস্থিত ছিলেন।
ঢাকা/কেয়া/মাসুদ