সাইফের ওপর হামলার মতো করে ছবির প্রচার, বিতর্কের মুখে বাঙালি অভিনেতা
Published: 7th, February 2025 GMT
বারান্দায় বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পেছন পেছন ঘরে ঢুকেছে এক দুর্বৃত্ত! পানি নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুর্বৃত্ত। ধস্তাধস্তির মধ্যেই শেষমেশ দুর্বৃত্ত উধাও। এ পর্যন্ত পড়েই পাঠক নিশ্চয়ই সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হওয়া হামলার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। সাইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের ছবির প্রচারে নামলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তা নিয়েই নিন্দার ঝড়। প্রবল সমালোচনার মুখে ঋত্বিক চক্রবর্তী। খবর সংবাদ প্রতিদিনের
গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন ঋত্বিক স্বয়ং। যাঁর সঙ্গে সাইফের ওপর হামলার মিল পেয়েছেন নেটিজেনরা। শুধু তা–ই নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতকারীর মুখ ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতকারীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে।
আরও পড়ুনসাইফ আলী অভিনেতা হিসেবে যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন০৬ ফেব্রুয়ারি ২০২৫তফাত একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতকারীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম।’ তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।
নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। আমির খানকেও নিজের ছবির প্রচারে ছদ্মবেশে গোটা দেশ চষে ফেলতে দেখা গিয়েছে। সেই প্রচার কৌশলেই অঙ্গ হিসেবে আমিরকে এমনকি হানা দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও। কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেননি নেটিজেনরাও।
একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন মন্তব্যের ঘরে। বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টালিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই। তবে এ ঘটনা নিয়ে ঋত্বিকের মন্তব্য পাওয়া যায়নি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিজেদের দোষে নারীরা কুপ্রস্তাব পান: মমতা শঙ্কর
পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর। সাম্প্রতিক সময়ে তার এক মন্তব্যকে ঘিরে স্যোশাল মিডিয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে। নারী দিবসের আগে দেওেয়া অভিনেত্রীর এ বক্তব্য নিয়ে নানা প্রতিক্রিয়া ও সমালোচনা করছেন নেটিজেনরা। এর আগে নায়িকাদের শাড়ি পরার ধরন নিয়ে মন্তব্য করে সমালোচনা মুখ পড়েছিলেন তিনি। এছাড়া প্রকাশ্যে চুম্বন নিয়ে মন্তব্য করেও পড়েছিলেন বিতর্কে। এবার নতুন এক বিতর্কে নাম জুড়ালেন মমতা।
কুপ্রস্তাব পাওয়ার ক্ষেত্রে নারীদেরকেই দায়ী করে দেওয়া মমতার বক্তব্যে সমালোচনা তৈরি হয়েছে। নারী দিবসের আগে তার এমন বক্তব্য নিয়ে বিরুপ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনুরাগীরাও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি মমতা দাবি করেন যে নারীরা কুপ্রস্তাব পাওয়ার জন্য নিজেরাই দায়ী। অভিনেত্রীর মতে, নারীরা যদি নিজেদের ব্যক্তিত্ব দৃঢ়ভাবে প্রকাশ করতে পারেন, তবে এ ধরনের পরিস্থিতিতে পড়তে হবে না। মমতা শঙ্কর বলেন, ‘আত্মসম্মান, আত্ম মর্যাদা নিজেকে ধরে রাখতে হবে। অনেকে আমায় অনেক মানুষের সঙ্গে কথা বলতে দেখার পর এসে বলেছেন উনি তোমার সঙ্গে কথা বলছিলেন, খারাপ লোক কিন্তু উনি, সাংঘাতিক। সাবধানে থেকো। আমি পাল্টা জবাবে বলেছি যে আমার তো তাঁকে ভালোই, সজ্জন বলে মনে হল।
রাত জেগে, গভীর রাত পর্যন্ত কত শ্যুটিং করেছি, কত মানুষের সঙ্গে বসে আড্ডা দিয়েছি। গান গেয়েছি। কেউ কখনও খারাপ প্রস্তাব দেওয়ার কথা ভাবতে পারেননি।’
এদিকে অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সামাজিক মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেন। তিনি নাম উল্লেখ না করেই লেখেন, উনি শঙ্কর প্রজাতির শিল্পী, সঙ্গে জুড়ে দেন একটি ভাবুক ইমোজি। নেটিজেনদের বুঝতে দেরি হয়নি যে অভিনেতা কাকে ইঙ্গিত করেছেন। অনেক ভক্ত-অনুরাগীকেই তার মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।