প্রাইমমুভার-ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতির কারণে আজ শুক্রবারও চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে। শ্রমিকদের এই কর্মসূচির কারণে বন্দরে কোনো ধরনের কনটেইনারবাহী গাড়ি ঢুকতে ও বের হতে পারছে না। এর ফলে বেসরকারি কনটেইনার ডিপোগুলোয় পণ্য জটের শঙ্কা দেখা দিয়েছে।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় পণ্যবাহী যানবাহনের চালকদের সঙ্গে পার্কের প্রহরীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় গত বুধবার রাতে সীতাকুণ্ড থানায় শ্রমিকদের একজন প্রতিনিধি মামলা করেন। শ্রমিকেরা বলছেন, মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতার কারণে তাঁরা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। শ্রমিকেরা ফৌজদারহাটমুখী বন্দর সড়কে কনটেইনারবাহী গাড়ি নিয়ে যেতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.

সেলিম খান প্রথম আলোকে বলেন, ডিসি পার্কে প্রবেশে বিকল্প সড়ক করে দিতে হবে। যাঁরা শ্রমিকদের মারধর করেছেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আজ বিকেলে পুলিশের সঙ্গে বৈঠক শেষে কর্মবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

যা হলো গত তিন দিনে

মঙ্গলবার রাত আটটার দিকে ডিসি পার্কের দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে ট্রাক-লরির চালক ও শ্রমিকদের মারামারির ঘটনা ঘটে। এ সময় ডিসি পার্কে ভাঙচুর চালান চালক-শ্রমিকেরা। সেখানে রাত প্রায় ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাক-লরির চালক ও শ্রমিকদের বিক্ষোভ চলতে থাকে। বুধবার ভোরে তাঁরা সরে গেলেও আবার কর্মবিরতির ডাক দেন।

এরপর বুধবার সকাল ১০টা থেকে শুরু হয় আবারও কর্মবিরতি। এ সময় সড়কে চলাচল করা লরি ও কাভার্ড ভ্যানের চালকদের গাড়ি থামিয়ে দেন কিছু শ্রমিক। চট্টগ্রাম বন্দরে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি প্রবেশ ও বের হতে দেননি শ্রমিকেরা। প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাড়ে ১৪ ঘণ্টা পর রাত সাড়ে ৮টায় কর্মবিরতি প্রত্যাহার করেন তাঁরা। তবে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও কর্মসূচি দেওয়া হয়। আজ শুক্রবারও কর্মবিরতি চলছে।

গতকাল শ্রমিকদের একটি দাবি ছিল, যতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্ক বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত বন্দরে কর্মবিরতি পালন করবেন তাঁরা। এর মধ্যে এদিন রাতে চট্টগ্রাম জেলা প্রশাসনের ফেসবুক পাতায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে লেখা, ‘সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম ডিসি পার্ক বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

পাঁচজনের বিরুদ্ধে মামলা

ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন মো. মাসুদ, মো. ফারুক, মো. রায়হান, মো. মামুন এবং জানে আলম সাদ্দাম। এর মধ্যে মো. মাসুদ ডিসি পার্কের পার্কিংয়ের ইজারাদার।

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার পার্কিং–সংক্রান্ত ঘটনার জের ধরে ইজারাদার মাসুদ এবং অন্যান্য আসামিরা লরি চালক ও শ্রমিকদের লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেছেন। এ ছাড়া শ্রমিকদের লোহার পাইপ দিয়ে পিটিয়ে তাঁদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে।

শ্রমিকদের পক্ষে মামলাটি করেছেন চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ও ট্রেলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের। জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আজ সকালে চট্টগ্রাম বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বন্দরের বিভিন্ন ফটকের সামনে এলোপাতাড়ি করে ফেলে রাখা হয়েছে একাধিক লরি। এতে কোনো পণ্যবাহী যানবাহন বন্দরে  ঢুকতে ও বের হতে পারছে না। নগরের নিমতলা বিশ্বরোড এলাকায় গিয়ে যায়, সেখানে উড়ালসড়কের একটি র‍্যাম্প নির্মাণের কাজ চলছে। যার কারণে সড়কের ওই অংশটিতে খানাখন্দ তৈরি হওয়ায় গাড়ি চলাচল করতে পারছে না। অন্যপাশে সারি বেঁধে রাখা হয়েছে পণ্যবাহী বিভিন্ন যানবাহন। এতে সড়ক দিয়ে যান চলাচল ব্যাহত হতে দেখা যায়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল ক য়

এছাড়াও পড়ুন:

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে। 

এর আগে বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা প্রণয়ন করেছিল বলে জানা যায়। বিসিবির সর্বশেষ সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল। সেখানে নাম ছিল ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহর। কিন্তু তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি। 

যার অর্থ বিসিবির সঙ্গে মাহমুদউল্লাহ কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না তিনি।  

কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহর মতো নাম ছিল মুশফিকুর রহিমেরও। তিনি টেস্ট ও ওয়ানডে খেলবেন এটা ধরেই নাম প্রস্তাব করা হয়েছিল। তবে মুশফিক আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নেওয়ায় শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ