নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী মামুমন মন্ডল। ‘ফেসবুক’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রফিক মুয়াজ্জিন। এই গীতিকবিতায় সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রাব্বি খান।
মামুনের গাওয় গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। কুড়িগ্রামের মনোরম লোকেশনে ভিডিওর দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে অভিনয় করেছেন পিয়সী পিউ ও আকাশ। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন এ এম সি নয়ন খান।
নতুন গান নিয়ে সুরকার ও কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেছেন, “মানুষের জীবনে ফেসবুক এখন প্রায় অবিচ্ছেদ্য অংশ। এই ভার্চুয়াল জগতেই বেশি সময় কাটে অনেকের। যোগাযোগেরও অন্যতম মাধ্যম এটি। ফেসবুকে প্রিয় মানুষটির মুখ দেখা যায়, জানা যায় তার বর্তমান অবস্থা সম্পর্কে। কিন্তু এই ভার্চুয়াল দেখা-শোনায় পাওয়া যায় না পূর্ণাঙ্গ পরিতৃপ্তি। প্রিয়জনের সান্নিধ্য ও ছুঁয়ে দেখার সুখ পেতে তাকে কাছে ডাকার আকুতি নিয়ে গানটি রচনা করেছেন রফিক মুয়াজ্জিন ভাই। আশা করি, এ মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”
আরো পড়ুন:
গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম
গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়
‘আকাশ অফিসিয়াল’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ সব ক কর ছ ন
এছাড়াও পড়ুন:
বইমেলায় ওয়ালিদ আহমেদের দুই বই
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ওয়ালিদ আহমেদের দুটি বই। সাদামাটা থেকে প্রকাশিত বই দুটি হলো-‘দূরে গোধূলি’ ও ‘কথার জাদু’।
একুশে বইমেলায় এবারই প্রথম বই প্রকাশ করলেন ওয়ালিদ আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি মূলত গান লেখা দিয়ে শুরু করি। ২০১০ সাল থেকে আমার লেখা গান মুক্তি পায়। তারপর নিয়মিত গান লিখে গেছি। পরবর্তীতে নিজের পরিচালিত নাটক ও চলচ্চিত্রের গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখতে হয়েছে। তবে বইমেলায় এবারই প্রথম আমার বই বের হলো। যদিও ইংরেজিতে ‘ইনফিনিট সাকসেস’ এবং ‘ম্যাজিক অফ প্রেজেন্টেশন’ নামে আরো দুটি বই আছে যেটা বিশ্বের সব পাঠকের জন্য এমাজনের ওয়েবসাইটে পাওয়া যায়।”
ওয়ালিদ আহমেদ বলেন, ‘দূরে গোধূলি’ বইটি মূলত আমার গান ও কবিতা সমগ্র হলেও ‘কথার জাদু’ বইটি সম্পূর্ণ ভিন্নধর্মী। দীর্ঘ ৮ বছর আমি একাধিক রেডিওতে কাজ করেছি। শুরুতে রেডিও জকি ও পরবর্তীতে অনুষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করি। এছাড়া কিছু টিভি চ্যানেলে উপস্থাপনা করি এবং অনুষ্ঠান পরিচালনা করি। এই বইটি লেখার পেছনে আমার লক্ষ্য ছিল, যেন সবাই সুন্দর করে কথা বলার কৌশল, আত্মবিশ্বাস, এবং শৈল্পিকভাবে নিজেদের ভাবনা ও অনুভূতি প্রকাশ করার উপায়গুলো বুঝতে পারে। এই বইটি বিভিন্ন পেশাজীবী, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নতুন চাকরিজীবী, রেডিও ও টিভি উপস্থাপক, ব্যাংকার, কর্পোরেট কর্মী, মার্কেটিং ও বিক্রয়কর্মী, শিক্ষক, এবং সোশ্যাল ইনফ্লুএন্সার ও ডিজিটাল মার্কেটারদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। উপস্থাপনায় আত্মবিশ্বাস তৈরি, কথার দক্ষতা শাণিত করা এবং শ্রোতার সাথে গভীর সংযোগ গড়ে তুলতে এটি সহায়ক হবে।”
আরো পড়ুন:
বইমেলায় নতুন উপন্যাস ‘তিতাসের বুনো হাঁস’
বইমেলার তৃতীয় দিনে ৩২ নতুন বই প্রকাশিত
বই দুটি পাওয়া যাচ্ছে বইমেলার ধ্রুপদী পাবলিকেশন্সের ৫১৯ নম্বর স্টলে।
ঢাকা/হাসান/এসবি