খুশি কাপুর ও জুনাইদ খান অভিনীত ‘লাভিয়াপা’ ছবিটি আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি দিয়েই বড় পর্দায় অভিষেক হলো শ্রীদেবী ও আমির খানের সন্তানদের। সিনেমা মুক্তি উপলক্ষে বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন খুশি। সেখানেই ইনস্টাগ্রাম রিল, ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

অদ্বৈত চন্দনের পরিচালনায় ‘লাভিয়াপা’ ছবিতে প্রধান ভূমিকায় আছেন আমির খানের ছেলে জুনাইদ খান ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। ছবিটি এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, ব্যক্তিজীবনে কীভাবে তা ছাপ ফেলতে পারে, সেটা নিয়েই। একই সঙ্গে এখানে দেখানো হয়েছে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খারাপ দিক।

আরও পড়ুনখুশি কি আসলেই প্রেম করছেন২৫ জানুয়ারি ২০২৫

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি বলেন, ‘আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটে আপলোড করার সময় সতর্ক থাকতে হবে। আমি মনে করি।

ছবির প্রচারে জুনাইদ ও খুশি। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইংল্যান্ড নিশ্চিত করল আফগানিস্তানের বিপক্ষে খেলবে

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচটি বর্জন করছে না ইংল্যান্ড। গতকাল বোর্ডের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আফগানিস্তানে তালেবান শাসকগোষ্ঠী নারীর অধিকার হরণ করায় চ্যাম্পিয়নস ট্রফিতে দেশটির সঙ্গে ম্যাচ না খেলার বিষয়ে চাপ তৈরি হয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দলের ওপর।

আরও পড়ুনফাইনালে তামিম যেখানে বাকিদের চেয়ে এগিয়ে১ ঘণ্টা আগে

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ইংল্যান্ড ও আফগানিস্তান ‘বি’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুই দল। গত মাসে ব্রিটেনের ১৬০ জন পার্লামেন্ট সদস্য ইসিবির প্রতি লেখা চিঠিতে আফগানিস্তান ম্যাচটি বয়কটের আহ্বান জানিয়েছিলেন।

ইসিবিতে গতকাল বোর্ড মিটিংয়ের পর চেয়ারম্যান থম্পসন জস বাটলারের দলকে আফগানিস্তানের বিপক্ষে খেলার সবুজ সংকেত দেন। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আফগানিস্তানে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান থম্পসন।

থম্পসন বলেছেন, ‘আফগানিস্তানে যা চলছে, সেটা নারী-পুরুষ বৈষম্য ছাড়া আর কিছু না। নারী ও মেয়েশিশুদের ক্রিকেট যখন পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছে, তখন আফগানিস্তানে যারা বড় হচ্ছে তাদের এই সুযোগ না দেওয়াটা হৃদয়বিদারক।’

থম্পসন আরও বলেছেন, ‘আমরা মনে করি, আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের সমন্বিত ব্যবস্থা নেওয়াই সঠিক পথ, যেটা ইসিবির একতরফা ম্যাচ বয়কটের চেয়ে বেশি ফলপ্রসু হবে। আমরা আরও শুনেছি, অনেক সাধারণ আফগানদের জীবনে যে কয়টি আনন্দের উৎস টিকে আছে, তার মধ্যে ক্রিকেট দল একটি। আমরা নিশ্চিত করছি, (চ্যাম্পিয়নস ট্রফির) এ ম্যাচটা আমরা খেলব।’

আরও পড়ুনমাশরাফি-ইমরুলের পর কি তামিম৫ ঘণ্টা আগে

২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের খেলাধুলার পাশাপাশি পড়ালেখা এমনকি চিকিৎসাসেবার শিক্ষা নেওয়াও নিষিদ্ধ। আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য, আর এই সদস্যপদ পাওয়ার একটি শর্ত হলো মেয়েদের দল থাকতে হবে। কিন্তু মেয়েদের ক্রিকেটীয় কার্যক্রম না থাকলেও সাম্প্রতিক সময়ে ভারতের সরকারের সঙ্গে তালেবানের কূটনৈতিক আলোচনায় খেলাধুলা নিয়ে সম্পর্ক আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান মনে করছে, এর মাধ্যমে আফগানিস্তানে আইসিসির নিষেধাজ্ঞা না পাওয়ার সম্ভাবনাই বেশি।

আইসিসির প্রতি ইসিবি আহ্বান, আফগানিস্তানের যেসব নারী ক্রিকেটার দেশ ছেড়েছেন—বেশির ভাগই অস্ট্রেলিয়ায়—তাঁদের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হোক এবং শরণার্থী জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। গত সপ্তাহে এমসিসি ফাউন্ডেশন একটি তহবিল গঠন করে তাঁদের জন্য, যেখানে ১ লাখ পাউন্ড দান করেছে ইসিবি।

সম্পর্কিত নিবন্ধ