খুশি কাপুর ও জুনাইদ খান অভিনীত ‘লাভিয়াপা’ ছবিটি আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি দিয়েই বড় পর্দায় অভিষেক হলো শ্রীদেবী ও আমির খানের সন্তানদের। সিনেমা মুক্তি উপলক্ষে বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন খুশি। সেখানেই ইনস্টাগ্রাম রিল, ক্যারিয়ারসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

অদ্বৈত চন্দনের পরিচালনায় ‘লাভিয়াপা’ ছবিতে প্রধান ভূমিকায় আছেন আমির খানের ছেলে জুনাইদ খান ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ছোট মেয়ে খুশি। ছবিটি এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার, ব্যক্তিজীবনে কীভাবে তা ছাপ ফেলতে পারে, সেটা নিয়েই। একই সঙ্গে এখানে দেখানো হয়েছে, অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের খারাপ দিক।

আরও পড়ুনখুশি কি আসলেই প্রেম করছেন২৫ জানুয়ারি ২০২৫

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে খুশি বলেন, ‘আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার বেড়ে যাওয়ায় ইন্টারনেটে আপলোড করার সময় সতর্ক থাকতে হবে। আমি মনে করি।

ছবির প্রচারে জুনাইদ ও খুশি। এএনআই.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাসহ নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিলেন জিকে শামীম

অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় নিজের ও তার মা আয়েশা আক্তারের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম।

সোমবার (১০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালতে তিনি এ সাক্ষ্য দেন । তবে এদিন সাফাই সাক্ষ্য শেষ হয়নি। আগামী ১৮ মার্চ অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এর আগে গত ৫ মার্চ আত্মপক্ষ শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।

গত ১৭ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য ছিলো। তবে জি কে শামীমের আইনজীবী শাহিনুর ইসলাম মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করার আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। মামলাটি রায় থেকে উত্তোলন করে সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ঢাকা/মামুন/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ