শুক্রবার (৭ ফেব্রুয়ারি, ২০২৫) অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের ফাইনাল সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দারুণ খবর দিল। এবারের বিপিএলে প্রাইজমানি বাড়ানো হয়েছে। গত দুই মৌসুমে বিপিএলের ফাইনালিস্টরা ২ কোটি টাকা করে প্রাইজমানি পেয়েছিল।অন্যদিকে রানার্সআপ পেয়েছিল ১ কোটি টাকা। এবার দুই পক্ষই ৫০ লক্ষ টাকা করে বেশি পাবে।
এছাড়াও, দলগত ও ব্যক্তিগত পর্যায়ে পুরস্কারের সংখ্যা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয় বিসিবি।
অন্যদিকে আসরটির ইতিহাসে এবারই প্রথম তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলও অর্থ পুরস্কার পাবে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের জন্যও থাকছে অর্থ পুরস্কার। দলগত এবং ব্যক্তিগত মিলিয়ে মোট ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
আরো পড়ুন:
অবশেষে বিতর্কের বিপিএলের পর্দা নামছে
‘স্ট্রেচার’ থেকে নেমে আলিসের ‘চার’, শ্বাসরুদ্ধকর জয়ে ফাইনালে চিটাগং
প্রাইজমানির বিবরণ
চ্যাম্পিয়ন দল: ২.
রানার্সআপ দল: ১.৫ কোটি টাকা।
তৃতীয় স্থান (খুলনা টাইগার্স): ৬০ লাখ টাকা।
চতুর্থ স্থান (রংপুর রাইডার্স): ৪০ লাখ টাকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: ১০ লাখ টাকা।
ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা।
সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।
সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে আইপিএলে থেকে সরে দাঁড়ালেন ব্রুক, হতে পারেন নিষিদ্ধ
টানা দুই মৌসুম আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন হ্যারি ব্রুক। সামাজিক যোগাযোগমাধ্যমে গত রাতে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। আইপিএলে নাম লিখিয়েও না খেলার সিদ্ধান্ত নেওয়ায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
ব্রুককে ২০২৪ আইপিএলের নিলাম থেকে ৪ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু দাদির মৃত্যুতে পরিবারের পাশে থাকতে গত বছর তিনি খেলেননি। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এবারের মেগা নিলামে তাঁর দাম ওঠে ৬ কোটি ২৫ লাখ রুপি। এবারও তাঁকে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের ১৮তম আসর শুরুর মাত্র ১২ দিন আগে সরে দাঁড়ালেন ব্রুক। ২০২৫ আইপিএলে না খেলার কারণ হিসেবে তিনি জাতীয় দলের জন্য প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। ধারণা করা হচ্ছে, বাটলারের জায়গায় ব্রুককে সাদা বলের দুই সংস্করণের অধিনায়ক বানাবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল হ্যারি ব্রুকের