যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মচারীদের স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে ট্রাম্পের প্রস্তাব স্থগিত করলেন আদালত
Published: 7th, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মধ্যরাতের আগে স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে প্রণোদনা দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির এক বিচারক।
ফেডারেল বিচারক জর্জ ও’টুল জুনিয়র বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি করেছে ফেডারেল কর্মচারী ইউনিয়ন। এই মামলার গ্রহণযোগ্যতার (মেরিট) বিষয়ে আগামী সোমবার শুনানি হবে। শুনানির মাধ্যমে তিনি মামলাটির গ্রহণযোগ্যতা আছে কি না, তা ধার্য করতে পারবেন তিনি। সে পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনাটি স্থগিত থাকবে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনা করছেন ট্রাম্প। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি দেশটির কেন্দ্রীয় সরকারের লাখো কর্মচারীকে প্রণোদনার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন-ভাতার বিনিময়ে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব ইতিমধ্যে ৪০ হাজারের বেশি কর্মচারী গ্রহণ করেছেন। আর কিছু কর্মচারী এ-সংক্রান্ত চুক্তির শর্ত নিয়ে দ্বিধান্বিত।
ফেডারেল কর্মচারীদের ট্রাম্পের প্রস্তাবটি গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়সীমার কয়েক ঘণ্টা আগে পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত করার বিষয়ে আদালত থেকে আদেশ এল।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন আইনজীবী বলেছেন, ফেডারেল কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে যে, স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে ট্রাম্প প্রশাসন ঘোষিত সময়সীমা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুনকয়েক লাখ ফেডারেল কর্মীকে ৮ মাসের বেতন-ভাতাসহ পদত্যাগের প্রস্তাব দিলেন ট্রাম্প২৯ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব চ ছ য় পদত য গ র ফ ড র ল কর ম সরক র
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজারে বিনিয়োগের বিশেষ তহবিলের মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক
পুঁজিবাজারে বিনিয়োগের বিশেষ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। পুঁজিবাজারের পরিস্থিতি উন্নয়নে তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন এবং এই তহবিল হতে বিনিয়োগের বিষয়ে অনুসরণীয় নীতিমালা প্রদান করা হয়। এ তহবিলের মেয়াদ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত নির্ধারিত হয়। তবে ২০২১ সালে এক সার্কুলার অনুযায়ী এ তহবিলের আওতায় বেসরকারি উদ্যোক্তার নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য স্পেশাল পারপাস ভেহিকলের ইস্যুকৃত গ্রীন সুকুক বন্ডে বিনিয়োগের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়। এমন পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে বিরাজমান অস্থির অবস্থার প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন ও বিনিয়োগকারী ব্যাংকগুলোর মতামত এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়নে তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ তহবিলের মেয়াদ নিম্নোক্ত শর্তাধীনে আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরো পড়ুন:
তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ ১৩ এপ্রিল
বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি
বর্ধিত মেয়াদের মধ্যে বিশেষ তহবিলের বিনিয়োগ স্থিতি ক্রমান্বয়ে হ্রাসকল্পে সংশ্লিষ্ট বিনিয়োগকারী ব্যাংক কর্তৃক ব্যাংকটির পরিচালনা পর্ষদ অনুমোদিত একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এ সার্কুলার জারির ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশনে দাখিল করতে হবে। এই কর্মপরিকল্পনা যথা সময়ে যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর মেয়াদপূর্তীতে এ তহবিলের অবশিষ্ট বিনিয়োগ (যদি থাকে) ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ২৬ ক ধারা অনুসারে সলো এবং কনসোলিডেটেড উভয় ভিত্তিতে পুঁজিবাজার বিনিয়োগ কোষের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে। আবশ্যিকভাবে টোটাল ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট নামে পুঁজিবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিবরণীতে রিপোর্ট করতে হবে।
বিশেষ তহবিলের মেয়াদের সাথে সামঞ্জস্য রেখে-বাংলাদেশ ব্যাংক হতে রেপো সুবিধার মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষেত্রে এই সার্কুলারের সময়সীমা ১৩ জানুয়ারি ২০২৫ এর স্থলে ৩০ সেপ্টেম্বর ২০২৬ হবে। বাংলাদেশ ব্যাংক হতে গৃহীত রেপো সুবিধা পুনঃনবায়নের ক্ষেত্রে এই সার্কুলারের সময়সীমা ৯ ফেব্রুয়ারি ২০২৫ এর স্থলে ৩০ সেপ্টেম্বর ২০২৬ হবে। বিশেষ তহবিলের আওতায় গঠিত ব্যাংকের নিজস্ব পোর্টফোলিওর বাজারভিত্তিক পুনঃমূল্যায়নের ক্ষেত্রে উক্ত সার্কুলারের সময়সীমা ফেব্রুয়ারি ২০২৫ এর স্থলে ৩১ ডিসেম্বর ২০২৬ হবে। এই সার্কুলারে বর্ণিত বিশেষ তহবিলের আওতায় ব্যাংকের সাবসিডিয়ারী কোম্পানির নিজস্ব পোর্টফোলিও গঠনের জন্য প্রদান করা চলমান ও আবর্তনশীল ঋণ সীমার সর্বোচ্চ মেয়াদ ৯ ফেব্রুয়ারি ২০২৫ এর স্থলে ৩০ নভেম্বর ২০২৬ এবং এই পোর্টফোলিওর বাজার ভিত্তিক পুনঃমূল্যায়ন সংক্রান্ত সময়সীমা ফেব্রুয়ারি ২০২৫ এর স্থলে ৩১ ডিসেম্বর ২০২৬ হবে।
ঢাকা/এনএফ/এসবি