গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ফটোকার্ড। এমএলএস কাপে অনূর্ধ্ব–১৩ এর ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ গোল করেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। সেই ম্যাচে আটলান্টার বিপক্ষে মায়ামি জিতেছে ১২–০ গোলে।
ভাইরাল এই ফটোকার্ডের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম। পরবর্তী সময়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ নিশ্চিত করেছে, এই ফটোকার্ড এবং ম্যাচ সংক্রান্ত খবরটি ভুয়া।
এমন কোনো ম্যাচ হয়নি এবং মেসির ছেলেও ১১ গোল করে দলকে জেতাননি। বিইন স্পোর্টস ও ইয়াহু স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও আজ তাদের খবরের লিংকে ক্লিক করে খবরটি পাওয়া যায়নি।
ও গ্লোবো লিখেছে, ‘সম্প্রতি ম্যাচের স্কোরবোর্ডের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সেটা সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ মাঠে গড়ায়নি এবং এটা শুধুই ইন্টারেন্টে মজা করার উদ্দেশ্যে করা হয়েছে।’
লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোরা ফাতেহির মৃত্যুর গুঞ্জন, ভাইরাল ভিডিওর সত্যতা কতটা?
জোরালো গুঞ্জন উড়ছে, দুর্ঘটনায় মারা গেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি! মূলত, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই খবরের সূত্রপাত।
বেশ কিছু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তাতে দেখা যায়, অনেক উপর দিয়ে টানা হয়েছে ক্যাবল; যা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে গিয়ে থেমেছে। ক্যাবল কার চলার জন্য যেভাবে তার টানানো হয়, ঠিক তেমন। দুই পাহাড়ের মাঝে সেই ক্যাবলে ঝুলছেন এক নারী। হঠাৎ পড়ে যান তিনি। খানিকটা বাঞ্জি জাম্পিংয়ের মতো।
এসব ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, “বলিউড অভিনেত্রী নোরা ফতেহি দুর্ঘটনায় মারা গেছেন।” তবে অনেক দূর থেকে ভিডিও ধারণ করায় নারীর মুখটি বোঝা যাচ্ছে না। যার ফলে নোরা ফাতেহির মৃত্যুর খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যি কি মারা গেছেন নোরা ফাতেহি?
আরো পড়ুন:
ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী তারা
গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম
বলিউড লাইফ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওর নারীটি দুর্ঘটনায় মারা গেছেন। তবে নোরা ফাতেহির মৃত্যুর খবরটি সত্য নয়। তিনি সুস্থ ও নিরাপদে আছেন।
গত মাসে মুক্তি পেয়েছে নোরা ফাতেহির গাওয়া গান ‘স্নেক’। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন নোরা ও জেসন ডেরুলো। গানটি নিয়ে নির্মিত মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নোরা। ইউটিউব ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে এটি।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
ঢাকা/শান্ত