Prothomalo:
2025-03-10@18:35:21 GMT

মেসির ছেলের ১১ গোলের খবর ভুয়া

Published: 7th, February 2025 GMT

গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ফটোকার্ড। এমএলএস কাপে অনূর্ধ্ব–১৩ এর ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ১১ গোল করেছেন লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি। সেই ম্যাচে আটলান্টার বিপক্ষে মায়ামি জিতেছে ১২–০ গোলে।

ভাইরাল এই ফটোকার্ডের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যম। পরবর্তী সময়ে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ নিশ্চিত করেছে, এই ফটোকার্ড এবং ম্যাচ সংক্রান্ত খবরটি ভুয়া।

এমন কোনো ম্যাচ হয়নি এবং মেসির ছেলেও ১১ গোল করে দলকে জেতাননি। বিইন স্পোর্টস ও ইয়াহু স্পোর্টস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও আজ তাদের খবরের লিংকে ক্লিক করে খবরটি পাওয়া যায়নি।

ও গ্লোবো লিখেছে, ‘সম্প্রতি ম্যাচের স্কোরবোর্ডের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ম্যাচটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সেটা সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচ মাঠে গড়ায়নি এবং এটা শুধুই ইন্টারেন্টে মজা করার উদ্দেশ্যে করা হয়েছে।’

লিওনেল মেসির ছেলে থিয়াগো মেসি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

খুশির খবর দিয়ে মেহজাবীন লিখলেন, ‘কী সুন্দর একটি সকাল’

সকালে ভক্তদের সঙ্গে খুশির খবর ভাগাভাগি করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি খবরটি ভাগাভাগি করে লিখেছেন, ‘কী সুন্দর একটি সকাল।’ সুখবরটি এসেছে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ থেকে। এটি গতকাল বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে প্রতিযোগিতামূলক এশিয়ান বিভাগে পুরস্কার পেয়েছে। উৎসবের অফিশিয়াল পোস্টার ভাগাভাগি করে মেহজাবীন আরও লিখেছেন, তাঁর প্রথম সিনেমার এই অর্জনে তিনি টিমের সবাইকে অভিনন্দন জানান।

`সাবা’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী

সম্পর্কিত নিবন্ধ

  • খুশির খবর দিয়ে মেহজাবীন লিখলেন, ‘কী সুন্দর একটি সকাল’