ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবের উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর খালি জায়গা রয়েছে। গতকাল বৃহস্পতিবার চ্যানেল ১৪ কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ মুহূর্তে ওয়াশিংটন সফর করছেন নেতানিয়াহু। সেখানেই তিনি এই সাক্ষাৎকার দেন। খবর জেরুজালেম পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা জানিয়েছে সৌদি আরব। এই শর্ত নিয়ে কোনো দরকষাকষি সম্ভব নয়, এটাও নিশ্চিত করেছে রিয়াদ। এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, আমি এমন কোনো চুক্তিতে যাব না, যা রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে বিপদে ফেলবে। বিশেষত ৭ অক্টোবর পরবর্তী পরিস্থিতিতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনায় সায় দেওয়ার তো প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, আপনারা কি জানেন, সেটা কি? একটা ফিলিস্তিনি রাষ্ট্র ছিল। সেটার নাম গাজা। গাজার নেতৃত্বে ছিল হামাস, তারাই এই ফিলিস্তিনি রাষ্ট্র পরিচালনা করতো। আর দেখুন আমরা সেখান থেকে কি পেয়েছি—হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন নেতানিয়াহু। ওই সম্মেলনে 'গাজা দখলের' বিস্ময়কর পরিকল্পনার বিষয়ে ঘোষণা দেন ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন ও স্বাভাবিক করার বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা। 

সংবাদ সম্মেলনের অল্প সময় পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আগে ইসরায়েলের সঙ্গে কোন আলোচনায় বসতে আগ্রহী নয়।

এ সপ্তাহের শুরুর দিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি কর্মকর্তারা জেরুজালেম পোস্টকে জানান, তারা আশঙ্কা করছেন নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান ও পশ্চিম তীর অধিগ্রহণ প্রক্রিয়াকে বিলম্বিত করার সিদ্ধান্ত নিতে পারেন। কর্মকর্তারা জানান, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে রাজি না হলেও পশ্চিম তীরের অধিগ্রহণ বন্ধ রেখে রিয়াদকে তুষ্ট করার চেষ্টা চালাতে পারেন নেতানিয়াহু।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল স দ আরব র ষ ট র গঠন ইসর য় ল ক কর র

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন ১ লাখ ২৬ হাজার

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: এনভায়রনমেন্টাল সায়েন্স/এনভায়রনমেন্টাল হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। এনভায়রনমেন্টাল হেলথ, পাবলিক হেলথ বা এ ধরনের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা কোনো আন্তর্জাতিক এজেন্সিতে পাবলিত হেলথ বা এনভায়রনমেন্টাল প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট সেনসিটিভ ডিজিজ, এয়ার পলুশন, ওয়াটার কনটামিনেশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়স: ৪০ বছর (অত্যধিক অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: আইইডিসিআর, ঢাকা

বেতন: মাসিক বেতন ১,২৬,৫০০ টাকা।

আরও পড়ুনএকশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ৫৯ হাজার৩ ঘণ্টা আগেআবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ই-জোন এইচআরএমের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার০৬ ফেব্রুয়ারি ২০২৫

সম্পর্কিত নিবন্ধ