কারাবাও কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে টটেনহ্যামকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৪-১ অ্যাগ্রিগেটে প্রতিপক্ষকে হারালেও দলের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন অধিনায়ক ফন ডাইক।  

অ্যানফিল্ডে দাপুটে জয়ে লিভারপুলের হয়ে গোল করেন কোডি গ্যাকপো, মোহাম্মদ সালাহ, ডমিনিক সোবোৎলাই এবং ফন ডাইক। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে অলরেডরা। টটেনহ্যাম এতটাই চাপে ছিল যে, পুরো ম্যাচে একটিও শট লক্ষ্যে রাখতে পারেনি!  

তবে এমন একতরফা জয়ের পরও দলের প্রথমার্ধের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ফন ডাইক। তিনি বলেন, 'আমাদের আরও ধারাবাহিক পারফরম্যান্স দরকার ছিল। বিশেষ করে প্রথমার্ধে আমরা আরও বেশি আক্রমণাত্মক হতে পারতাম এবং প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে পারতাম। আমি সেটাই সতীর্থদের বলেছি। তবে শেষ পর্যন্ত জয়টা দলের জন্য দারুণ। এখন আমাদের মনোযোগ এফএ কাপে।'  

এই জয়ে লিভারপুলের মৌসুমে চারটি শিরোপা জয়ের সম্ভাবনা জিইয়ে রইলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি, যেখানে এক ম্যাচ বেশি খেলে দ্বিতীয়স্থানে থাকা আর্সেনাল পিছিয়ে আছে ৬ পয়েন্টে। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের গ্রুপ পর্বে সেরা ষোলোতে জায়গা করে নিয়েছে তারা।  

রবিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে প্লাইমাউথ আর্গাইলের বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর ১৬ মার্চ কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে ক্লপের দল।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন

০, ১, ০, ৪, ১৬, ০, ০, ৩০, ১, ৩...

আইপিএলে সর্বশেষ ১০ ইনিংসে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স এমন। সর্বশেষ ফিফটি করেছেন আরও ৫ ইনিংস আগে। এই ১৫ ইনিংসের মধ্যে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস ৩০।

কী বুঝলেন! হ্যাঁ, নামটা ম্যাক্সওয়েল বলেই এরপরও আইপিএলে খেলছেন। সেটিও প্রায় প্রতি ম্যাচে। দলগুলোও কোটি কোটি রুপি খরচ করছে। তবে পারফরম্যান্সের দিকে চোখ দিলে বলতে হচ্ছে, দলগুলোর কোটি কোটি রুপি উসুল হচ্ছে না!

এবার ম্যাক্সওয়েল খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ ইনিংস ব্যাটিং করে রান করেছেন মাত্র ৩৪। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে ম্যাক্সওয়েলকে কিনে কিছুটা লাভ এই পাঞ্জাবই করতে পেরেছিল। সেটি অবশ্য ১১ বছর আগের কথা।

৫৫২ রান২০১৪ সালের আইপিএলে ম্যাক্সওয়েলের পারফরম্যান্স

২০১৪ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৮৭ স্ট্রাইক রেটে ৫৫২ রান করেছিলেন এই অস্ট্রেলিয়ান। এই পাঞ্জাবকে প্রথমবার তুলেছিলেন ফাইনালে।

সেবার ম্যাক্সওয়েলকে ৬ কোটি রুপিতে কিনেছিল তাঁরা। এমন একটি মৌসুম কাটিয়ে পরের দুই মৌসুমের একটিতেও পাঞ্জাবের হয়ে ২০০ রানও করতে পারেননি তিনি। ২০১৭ সালে করেছিলেন মাত্র ৩১০ রান। হতাশ হয়ে তাঁকে ছেড়ে দেয় দলটি।

এরপর ম্যাক্সওয়েলকে দলে পেতে ৯ কোটি রুপি খরচ করে দিল্লি। ৯ কোটি খরচ করে ম্যাক্সওয়েলের কাছে দলটি পায় মাত্র ১৬৯ রান। এই দিল্লির হয়েই ২০১২ সালে আইপিএলে প্রথমবার খেলেছিলেন ম্যাক্সওয়েল। তাঁকে কিনেছিল ৬ কোটি রুপিতে।

ব্যর্থ হলেও প্রতি ম্যাচে খেলছেন ম্যাক্সওয়েল

সম্পর্কিত নিবন্ধ

  • ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন
  • রিশাদ লাহোরের ‘গেম চেঞ্জার’, প্রশংসায় ভাসাচ্ছেন সতীর্থরা
  • সুপার লিগে উঠল যারা