সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চারটি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় ফের নোটিশ দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। সরকারি গোচারণ ভূমিতে ঘাসের পরিবর্তে নিয়মবহির্ভূতভাবে শসার চাষ করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চারজন হলেন– শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম মানিক, মধ্যপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি তাহেজ প্রমাণিক, সরকারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ ও দক্ষিণ বাঙ্গালপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মজিদ আকন্দ।
মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (সমিতি) ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিলেও জবাব সন্তোষজনক হয়নি। এ কারণে ফের নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান সরেজমিন গোচারণ ভূমির বাথান পরিদর্শন করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেছেন, কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
মিল্ক ভিটার আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ হাজার ৬৮ দশমিক ১৪ একর গোচারণ ভূমি রয়েছে। এসব ভূমি ৪৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতিকে সরকারিভাবে প্রতি একর ২ হাজার টাকায় বার্ষিক বরাদ্দ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
চার সভাপতিকে শোকজ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চারটি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় ফের নোটিশ দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। সরকারি গোচারণ ভূমিতে ঘাসের পরিবর্তে নিয়মবহির্ভূতভাবে শসার চাষ করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চারজন হলেন– শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম মানিক, মধ্যপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি তাহেজ প্রমাণিক, সরকারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ ও দক্ষিণ বাঙ্গালপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মজিদ আকন্দ।
মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (সমিতি) ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিলেও জবাব সন্তোষজনক হয়নি। এ কারণে ফের নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান সরেজমিন গোচারণ ভূমির বাথান পরিদর্শন করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেছেন, কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
মিল্ক ভিটার আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ হাজার ৬৮ দশমিক ১৪ একর গোচারণ ভূমি রয়েছে। এসব ভূমি ৪৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতিকে সরকারিভাবে প্রতি একর ২ হাজার টাকায় বার্ষিক বরাদ্দ দেওয়া হয়েছে।