সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চারটি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমিতির সভাপতিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় ফের নোটিশ দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ। সরকারি গোচারণ ভূমিতে ঘাসের পরিবর্তে নিয়মবহির্ভূতভাবে শসার চাষ করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
চারজন হলেন– শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি আব্দুল হাকিম মানিক, মধ্যপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি তাহেজ প্রমাণিক, সরকারপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ ও দক্ষিণ বাঙ্গালপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মজিদ আকন্দ।
মিল্ক ভিটার উপমহাব্যবস্থাপক (সমিতি) ছাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিলেও জবাব সন্তোষজনক হয়নি। এ কারণে ফের নোটিশ দেওয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান সরেজমিন গোচারণ ভূমির বাথান পরিদর্শন করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়ে তিনি বলেছেন, কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।
মিল্ক ভিটার আওতায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ১ হাজার ৬৮ দশমিক ১৪ একর গোচারণ ভূমি রয়েছে। এসব ভূমি ৪৯টি প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতিকে সরকারিভাবে প্রতি একর ২ হাজার টাকায় বার্ষিক বরাদ্দ দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স র জগঞ জ
এছাড়াও পড়ুন:
কোটির ঘরে ‘কন্যা’, কৃতজ্ঞ ফারিয়া
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জ্বীন-৩’। সিনেমাটি মুক্তির আগেই ‘কন্যা’ শিরোনামের গানটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরই মধ্যে ইউটিউবে গানটির কোটি ভিউ ছাড়িয়েছে।
জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘জ্বীন-৩’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের ভিউ কোটি ছাড়ানোর পর দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত ফারিয়া লেখেন, “কোটির ঘরে কন্যা। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সকলের কাছে কৃতজ্ঞ।”
আরো পড়ুন:
মধ্যরাতে স্ট্যাটাস ভাইরাল, বিব্রত ফারিয়া
ফের একসঙ্গে জায়েদ-ফারিয়া
‘কন্যা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ইউটিউবে মুক্তি পায় ‘কন্যা’ গান। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি ভিউ হয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত