যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সোনালি পেজার (যোগাযোগযন্ত্র) উপহার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গত রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছান নেতানিয়াহু। মঙ্গলবার তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকেই তিনি ট্রাম্পকে একটি সোনালি পেজার উপহার দেন।

নেতানিয়াহুর দেওয়া উপহারটিতে লেখা রয়েছে, ‘আমাদের শ্রেষ্ঠ বন্ধু ও শ্রেষ্ঠ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড জে.

ট্রাম্পকে।’

উপহারটি প্রসঙ্গে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, সোনালি পেজারটি যুদ্ধের একটি বাঁকবদলের ঘটনার প্রতিনিধিত্ব করে।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বরে লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে একটি প্রাণঘাতী অভিযান পরিচালনা করেছিল ইসরায়েল।

এই অভিযানে হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা হাজারো পেজারে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। পরের দিন হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হন। আহত হন প্রায় ৩ হাজার মানুষ।

বেনিয়ামিন নেতানিয়াহুকে এই ছবি উপহার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপহ র

এছাড়াও পড়ুন:

তদন্তে আরও দুই মাস সময় দিল ট্রাইব্যুনাল

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরও দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানি ১৫ জুন নির্ধারণ করা হয়েছে। মামলার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। 

ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পুলিশের সাবেক এসআই আমীর হোসেন, তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবি প্রক্টর শরীফুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সম্পাদক এমরান চৌধুরী আকাশকে গতকাল হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল থেকে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। 

গত ১৩ জানুয়ারি আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। ট্রাইব্যুনালের আদেশের বিষয়ে প্রসিকিউটর মীযানুল ইসলাম বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে অনেক ঘটনাই ঘটেছে। এগুলো তদন্তে আসবে। এই মামলার সঙ্গে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন।’ মীযানুল ইসলাম আরও বলেন, আবু সাঈদ হত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ঘটনায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের হেলমেট বাহিনীও জড়িত। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয়েছে। 

সাবেক আইজিপিকে জিজ্ঞাবাসাদের অনুমতি

রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিয়ে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল তদন্ত সংস্থার সেফহোমে নিয়ে তাদের এক দিন করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ও শুনানির জন্য ৭ মে দিন ধার্য করা হয়েছে। 
 

সম্পর্কিত নিবন্ধ