৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন
Published: 7th, February 2025 GMT
ব্যাপক প্রচার চালানোর মাধ্যমে ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ সাফল্যমণ্ডিত করার পাশাপাশি প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে দেশের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ পিএলসি। তাদের মধ্যে আছে ওয়ালটন ডিস্ট্রিবিউটর, প্লাজা, মার্সেল ডিস্ট্রিবিউটর এবং বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তাগণ।
বুধবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও চেক তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো.
আরো পড়ুন:
যেকোনো ব্র্যান্ডের পুরাতন এসির বদলে ২৫ শতাংশ ছাড়ে ওয়ালটনের নতুন এসি
এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
গত বছরের ১০ অক্টোবর সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১’ শুরু করেছিল ওয়ালটন। সিজন-২১-কে সাফল্যমণ্ডিত করে তুলতে ব্যাপক ব্র্যান্ডিং এবং প্রচার চালায় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, প্লাজা সেলস নেটওয়ার্ক এবং মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সদস্যরা। তাদের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনাকারীদের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার দেওয়া হয়।
ঢাকা/একরাম/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদ উপলক্ষে মাস শেষের আগেই বেতন পাবেন সরকারি কর্মচারীরা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের ২৩ তারিখেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (৯ মার্চ) সকালে অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক আদেশের মাধ্যমে সংশ্লিষ্টদের এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের সিনিয়র সহকারি সচিব মো.আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড/নন-কমিশন্ড অফিসারগণের ২০২৫ সালের মার্চ মাসের বেতন ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারগণের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ তারিখে প্রদান করা হবে।
বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩ (২) প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/হাসনাত/ফিরোজ