রাতে পা ব্যথা হওয়ার কারণ এবং সমাধান
Published: 7th, February 2025 GMT
অনেক মানুষ রাতে ঘুমানোর আগে পায়ে ব্যথার সমস্যায় ভোগেন। এটি দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে এবং আরামের ঘুম পেতে সমস্যা সৃষ্টি করে। পায়ে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে। নিচে এ সমস্যার সম্ভাব্য কারণ ও সমাধান নিয়ে আলোচনা করা হলো–
পায়ে ব্যথার কারণ
১. পেশি ক্লান্তি বা অতিরিক্ত ব্যবহার
সারাদিন হাঁটা, দাঁড়ানো বা ভারী কাজ করার ফলে পায়ের পেশি ক্লান্ত হয়ে যেতে পারে, যা ব্যথার কারণ হতে পারে।
২.
ম্যাগনেসিয়াম বা ক্যালসিয়ামের ঘাটতি
শরীরে মিনারেলের ঘাটতির কারণে পায়ের পেশি দুর্বল হয়ে ব্যথা বা ক্র্যাম্প হতে পারে।
৩. সার্কুলেশন সমস্যা
পায়ে রক্তপ্রবাহ ঠিকমতো না হলে ব্যথা অনুভূত হতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।
৪. নিউরোপ্যাথি
নার্ভের সমস্যার কারণে পায়ে ব্যথা বা ঝিঁঝিঁ ভাব হতে পারে।
৫. আর্থ্রাইটিস বা জয়েন্টের সমস্যা
সন্ধিতে প্রদাহ বা ক্ষয়জনিত কারণে রাতে ব্যথা বেড়ে যেতে পারে।
৬. প্ল্যান্টার ফ্যাসাইটিস
পায়ের গোড়ালিতে প্রদাহ থাকলে রাতে ব্যথা বাড়তে পারে।
৭. স্ট্রেস বা মানসিক চাপ
অতিরিক্ত মানসিক চাপ পেশির টান বা ব্যথার কারণ হতে পারে।
পায়ের ব্যথা কমাতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন–
পায়ে গরম পানির সেঁক দিন
ঘুমানোর আগে গরম পানির সেঁক দিলে রক্তপ্রবাহ বাড়ে এবং পেশির ক্লান্তি দূর হয়।
স্ট্রেচিং ব্যায়াম করুন
পায়ের পেশি আরামদায়ক রাখতে হালকা স্ট্রেচিং করতে পারেন।
সুষম খাদ্য গ্রহণ করুন
প্রতিদিনের খাদ্যতালিকায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি-যুক্ত খাবার রাখুন।
ম্যাসাজ করুন
হালকা তেল (যেমন– নারকেল তেল বা অলিভ অয়েল) দিয়ে পায়ে ম্যাসাজ করলে ব্যথা কমে।
পর্যাপ্ত পানি পান করুন
দেহে পানির অভাবে পেশির ক্লান্তি ও ক্র্যাম্প হতে পারে। তাই দৈনিক পর্যাপ্ত পানি পান করুন।
সঠিক জুতা ব্যবহার করুন
আরামদায়ক এবং সঠিক ফিটিং জুতা পরুন, যা পায়ে চাপ কমাবে।
চিকিৎসকের পরামর্শ নিন
যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সঠিক কারণ ও চিকিৎসা সম্পর্কে জানুন।
লেখক : মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ
উৎস: Samakal
কীওয়ার্ড: সমস য
এছাড়াও পড়ুন:
মামুন মন্ডলের নতুন গান ‘ফেসবুক’
নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী মামুমন মন্ডল। ‘ফেসবুক’ শিরোনামের এ গানের কথা লিখেছেন রফিক মুয়াজ্জিন। এই গীতিকবিতায় সুরারোপ করেছেন কণ্ঠশিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন রাব্বি খান।
মামুনের গাওয় গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। কুড়িগ্রামের মনোরম লোকেশনে ভিডিওর দৃশ্যধারণের কাজ হয়েছে। এতে অভিনয় করেছেন পিয়সী পিউ ও আকাশ। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন এ এম সি নয়ন খান।
নতুন গান নিয়ে সুরকার ও কণ্ঠশিল্পী মামুন মন্ডল বলেছেন, “মানুষের জীবনে ফেসবুক এখন প্রায় অবিচ্ছেদ্য অংশ। এই ভার্চুয়াল জগতেই বেশি সময় কাটে অনেকের। যোগাযোগেরও অন্যতম মাধ্যম এটি। ফেসবুকে প্রিয় মানুষটির মুখ দেখা যায়, জানা যায় তার বর্তমান অবস্থা সম্পর্কে। কিন্তু এই ভার্চুয়াল দেখা-শোনায় পাওয়া যায় না পূর্ণাঙ্গ পরিতৃপ্তি। প্রিয়জনের সান্নিধ্য ও ছুঁয়ে দেখার সুখ পেতে তাকে কাছে ডাকার আকুতি নিয়ে গানটি রচনা করেছেন রফিক মুয়াজ্জিন ভাই। আশা করি, এ মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।”
আরো পড়ুন:
গাইতে গাইতে মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগম
গ্র্যামির রেড কার্পেটে গায়কের স্ত্রী নগ্ন, নেট দুনিয়ায় তোলপাড়
‘আকাশ অফিসিয়াল’ নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি।
ঢাকা/শান্ত