রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি
Published: 7th, February 2025 GMT
রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।
খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি রাজশাহী নগরের উপশহর এলাকায় অবস্থিত। বাড়িটি ভেঙে ফেলার সময় ক্ষুব্ধ জনতাকে দেখা যায়। বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও ভিড় করেন।
আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বাড়িটির সামনে দিয়ে যে পথচারী পার হচ্ছেন, তিনিই থেমে বাড়িটি দেখছেন। রিকশাচালক, পথচারী সবাই থেমে যাচ্ছেন বাড়ির সামনে।
এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। ওই দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিন বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এর পর থেকে শুধু দালানটি দাঁড়িয়ে ছিল। গতরাতেই তার একাংশ ভেঙে ফেলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপে পাওয়া যাবে টেসলার নতুন মডেলের গাড়ি
টেসলার তৈরি বৈদ্যুতিক গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘মডেল ওয়াই’। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় গত সপ্তাহে চীন, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। শুধু তা–ই নয়, ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতের জন্য এরই মধ্যে জার্মানির বার্লিনে অবস্থিত নিজেদের গিগাফ্যাক্টরিতে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরি শুরু করেছে টেসলা। আর তাই ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপের বাজারে নতুন মডেলের গাড়িটির বাজারজাত শুরু হবে।
যুক্তরাষ্ট্রের আগে ইউরোপের বিভিন্ন দেশে টেসলার নতুন মডেলের গাড়ি বাজারজাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপ ও চীনের বাজারে ‘মডেল ৩’ গাড়ি উন্মোচন করেছিল টেসলা। ফলে ইউরোপের গ্রাহকেরা আগেই নতুন মডেলের গাড়িটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ।
আরও পড়ুনজার্মানিতে ইলন মাস্কের বৈদ্যুতিক ট্রেন চালু১৯ সেপ্টেম্বর ২০২৪জার্মানির সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা ইতিমধ্যে জার্মানির বার্লিনে তাদের গিগাফ্যাক্টরিতে নতুন মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু করেছে। গাড়িবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রেক জানিয়েছে, বার্লিনে নতুন মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু হওয়ার বিষয়টি টেসলা নিশ্চিত করেছে। তবে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি এখন পর্যন্ত টেসলা বা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: ম্যাশেবল
আরও পড়ুনরোবোট্যাক্সি কবে আসবে, জানাল টেসলা২৭ সেপ্টেম্বর ২০২৪