রাজধানীর মোহাম্মাদপুরের রায়েরবাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাঙের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় রায়েরবাজার বোটঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। তাদের কারও কারও মাথা ফেটেছে, হাতের রক্তনালি কেটে গেছে, কারও ভেঙেছে হাত।

আহতরা হলেন– মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীম উদ্দীন, খোরশেদ আলম, এএসআই সোহেল রানা এবং সোর্স আল আমিন। তাদের মধ্যে আল আমিন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

গতকাল বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামি ধরতে গেলে নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলা হয়। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।  

হামলার পর রাতে রায়েরবাজার বোটঘাট এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাসদস্যরা যৌথ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেন। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপরও হামলা হয়। তখন এক কর্মকর্তা আহত হন।

জানা যায়, একাধিক হত্যা মামলার আসামি ও বোটঘাট এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা মূল হোতা ফালানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ হামলার নেতৃত্ব দিয়েছে পাটালি গ্রুপের ল্যাংড়া হাসান, ফরহাদ ও চিকু শাকিল। তাদের নেতৃত্বে গ্রুপের সদস্য পিচ্চি হাসান, স্বপন, শাহিন, ছোট্ট হাসান, সবিজ মুন্না, দিপু, সম্রাট, রফিক, রাকিব, রাসেলসহ ৩০ থেকে ৪০ জন হামলায় অংশ নেয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদপ র এল ক য় সদস য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপে পাওয়া যাবে টেসলার নতুন মডেলের গাড়ি

টেসলার তৈরি বৈদ্যুতিক গাড়িগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘মডেল ওয়াই’। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পাওয়ায় গত সপ্তাহে চীন, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশে মডেল ওয়াইয়ের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। শুধু তা–ই নয়, ইউরোপের বিভিন্ন দেশে বাজারজাতের জন্য এরই মধ্যে জার্মানির বার্লিনে অবস্থিত নিজেদের গিগাফ্যাক্টরিতে মডেল ওয়াই গাড়ির নতুন সংস্করণ তৈরি শুরু করেছে টেসলা। আর তাই ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপের বাজারে নতুন মডেলের গাড়িটির বাজারজাত শুরু হবে।

যুক্তরাষ্ট্রের আগে ইউরোপের বিভিন্ন দেশে টেসলার নতুন মডেলের গাড়ি বাজারজাতের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের আগেই ইউরোপ ও চীনের বাজারে ‘মডেল ৩’ গাড়ি উন্মোচন করেছিল টেসলা। ফলে ইউরোপের গ্রাহকেরা আগেই নতুন মডেলের গাড়িটি ব্যবহারের সুযোগ পেয়েছিলেন ।

আরও পড়ুনজার্মানিতে ইলন মাস্কের বৈদ্যুতিক ট্রেন চালু১৯ সেপ্টেম্বর ২০২৪

জার্মানির সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা ইতিমধ্যে জার্মানির বার্লিনে তাদের গিগাফ্যাক্টরিতে নতুন মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু করেছে। গাড়িবিষয়ক সংবাদমাধ্যম ইলেকট্রেক জানিয়েছে, বার্লিনে নতুন মডেল ওয়াইয়ের উৎপাদন শুরু হওয়ার বিষয়টি টেসলা নিশ্চিত করেছে। তবে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি এখন পর্যন্ত টেসলা বা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুনরোবোট্যাক্সি কবে আসবে, জানাল টেসলা২৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পর্কিত নিবন্ধ