রাজধানীর মোহাম্মাদপুরের রায়েরবাজার এলাকায় আসামি ধরতে গিয়ে হামলায় চার পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে কিশোর গ্যাঙের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার সন্ধ্যায় রায়েরবাজার বোটঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা দেওয়া হয়। তাদের কারও কারও মাথা ফেটেছে, হাতের রক্তনালি কেটে গেছে, কারও ভেঙেছে হাত।

আহতরা হলেন– মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীম উদ্দীন, খোরশেদ আলম, এএসআই সোহেল রানা এবং সোর্স আল আমিন। তাদের মধ্যে আল আমিন বর্তমানে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিরা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। 

গতকাল বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান বলেন, বোটঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামি ধরতে গেলে নারী-পুরুষ মিলে পুলিশের ওপর হামলা হয়। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।  

হামলার পর রাতে রায়েরবাজার বোটঘাট এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাসদস্যরা যৌথ অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করেন। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে গেলে তাদের ওপরও হামলা হয়। তখন এক কর্মকর্তা আহত হন।

জানা যায়, একাধিক হত্যা মামলার আসামি ও বোটঘাট এলাকার কিশোর গ্যাং পাটালি গ্রুপের সদস্যরা মূল হোতা ফালানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ হামলার নেতৃত্ব দিয়েছে পাটালি গ্রুপের ল্যাংড়া হাসান, ফরহাদ ও চিকু শাকিল। তাদের নেতৃত্বে গ্রুপের সদস্য পিচ্চি হাসান, স্বপন, শাহিন, ছোট্ট হাসান, সবিজ মুন্না, দিপু, সম্রাট, রফিক, রাকিব, রাসেলসহ ৩০ থেকে ৪০ জন হামলায় অংশ নেয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদপ র এল ক য় সদস য

এছাড়াও পড়ুন:

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে যত রেকর্ড

রোববার রাতে পর্দা পড়েছে চ্যাম্পিয়নস ট্রফির। ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৯ দিনের টুর্নামেন্ট অদলবদল হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতাতেই। কী কী রেকর্ড হলো, আর ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষ পাঁচেই বা কারা আছেন...এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে যত রেকর্ড

• চ্যাম্পিয়নস ট্রফিতে রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পেছনে ফেলেছে দুবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।

• চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছক্কা—১৪০। ভেঙেছে ২০১৭ সালের রেকর্ড—১১৩টি।

• এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরি এবারই (১৪)। পেছনে পড়েছে ২০০২ ও ২০১৭ সালের ১০ সেঞ্চুরি।

• চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত দুটি ইনিংসই এবার হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেট ১৬৫ রান করে ভাঙেন ২০০৪ সালে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলের রেকর্ড (১৪৫)। ডাকেটের রেকর্ডটা ৪ দিন পরই কেড়ে নেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনার ইংল্যান্ডের বিপক্ষে করেন ১৭৭ রান।

• চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৬৭ বলে সেঞ্চুরি করে বীরেন্দর শেবাগ ও জশ ইংলিসের রেকর্ড ভাঙেন প্রোটিয়া ব্যাটসম্যান।

রেকর্ড ৭০৭ রান হয়েছে অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচে

সম্পর্কিত নিবন্ধ