প্রকৃতির সান্নিধ্যে খুদে শিল্পীদের আর্ট ক্যাম্প
Published: 7th, February 2025 GMT
গাছের ছায়ায় বসেছে কয়েকজন। কেউ বসেছে পুকুর পাড়ে, দোচালা ঘরের সামনে। বাদ যায়নি রাস্তার ধার কৃষিজমিও। আঁকাআঁকির রসদ নিয়ে চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি আর গ্রাম-বাংলার অপার সৌন্দর্যকে তুলির আঁচড়ে জীবন্ত করে তুলতে ব্যস্ত খুদে আঁকিয়েরা। এ চিত্র দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের তিনশ খুদে চিত্রশিল্পীকে নিয়ে তিন দিনের এ আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্প উদ্বোধন করেন ইউনিসেফের সাবেক কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভূইয়া। আগামীকাল শনিবার পর্যন্ত এ ক্যাম্প চলবে।
শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু জানান, এখনকার শিশুরা চার দেয়ালের গণ্ডির মধ্যে থাকে। সেই শিশুরা প্রকৃতির কাছাকাছি থেকে ছবি আঁকছে। এ উদ্যোগ তাদের মানবিক করে তুলবে।
এদিকে শিশুরাও এ আয়োজনে অংশ নিতে পেরে খুব খুশি। তারা জানিয়েছে, ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে তারা। প্রতি বছর এ ধরনের আয়োজন চায় তারা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় আর ট
এছাড়াও পড়ুন:
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ২ লাখ ৪৭ হাজার, ২ দিন ছুটি
ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এডুকেশন অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এডুকেশন অ্যাডভাইজার, গ্রেড-এসইও, ঢাকাপদসংখ্যা: ১
যোগ্যতা: এডুকেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে অন্তত সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। লেখা ও কথা বলায় পারদর্শী হতে হবে। আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানাশোনা থাকতে হবে। প্রোগ্রাম ডিজাইন ও ম্যানেজমেন্টে অভিজ্ঞ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ২,৪৭,৯০৬ টাকা
সুযোগ-সুবিধা: ছুটি, মাতৃত্বকালীন ছুটি, বিশেষ ছুটি, সবেতন অসুস্থতাজনিত ছুটি, স্বাস্থ্যবিমা, সপ্তাহে দুই দিন ছুটি, ভ্রমণসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।
আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার০৬ ফেব্রুয়ারি ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত।
আরও পড়ুনডেসকোতে চাকরির সুযোগ, পদ ৬১০৬ ফেব্রুয়ারি ২০২৫