একশনএইডে ঢাকার বাইরে চাকরি, বেতন ১ লাখ ৫৯ হাজার
Published: 7th, February 2025 GMT
আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট (এনআরএম), ফান্ডেড বাই ডব্লিউএফপি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ডেভেলপমেন্টাল সায়েন্স, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিফিউজি বা হিউম্যানিটারিয়ান সেটিংসে এনআরএম প্রজেক্ট ব্যবস্থাপনায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্পের বাজেট প্ল্যান, বাজেট ইউটিলাইজেশন ও কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। রিপোর্টিং ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর্কজিআইএস, এসপিএসএস, ওডিকে ও কোবোর কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ১,৫৯,৯২৩ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার২০ ঘণ্টা আগেআরও পড়ুনডেসকোতে চাকরির সুযোগ, পদ ৬১০৬ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইতিহাস গড়তে যাচ্ছেন শাহরুখ খান
বলিউডের কিং খান। শাহরুখ খান। বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে যাঁর রাজত্ব। এত বছর ধরে অগণিত আন্তর্জাতিক সম্মাননা পেলেও এখনও একটা জায়গায় পড়েনি তাঁর পদচিহ্ন। তা হলো ‘মেট গালা’। বিশ্ব ফ্যাশন জগতের সবচেয়ে প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ আসর এটি। শাহরুখ যা পরেন বা যেভাবে পরেছেন, তাতে মুগ্ধ ভক্তরা। তিনি সবসময় বুঝিয়ে দিয়েছেন নিজেকে ভালো দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেওয়া দরকার নেই। স্টাইল থাকলেই হবে। সেই তিনিই এবার হাজির হচ্ছেন ফ্যাশনের তীর্থক্ষেত্র মেট গালায়।
২০২৫ সালের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন শাহরুখ খান। আর এ আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
শাহরুখের মেট গালায় অংশগ্রহণের খবর প্রথম প্রকাশ করে জনপ্রিয় ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্য’। তাদের পোস্টে লেখা ছিল, ‘দ্য কিং ইজ কামিং টু মেট!– এক লাইনেই যেন শাহরুখের আগমনের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। এর পরপরই শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দেওয়ার বিষয়টি নজরে আসে, যা আরও জোরালো করে এ গুঞ্জন। অবশেষে আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ও বিনোদনমাধ্যম খবরটি নিশ্চিত করে: সত্যিই, শাহরুখ খান মেট গালায় হাঁটতে চলেছেন।
এর আগে মেট গালায় বলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। গত কয়েক বছরে তারা নজর কেড়েছেন সেখানে। তবে বলিউডের ইতিহাসে শাহরুখ হলেন প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। কেমন পোশাক পরে হাঁটবেন তিনি, আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই।
২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’। অর্থাৎ আপনার জন্য সাজানো’। এ থিমে বিশেষভাবে উদযাপন করা হবে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন। পাশাপাশি এ আয়োজনে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সুপারফাইন: ধাইলরিং ব্ল্যাক স্টাইল’। পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
‘মেট গালা হলো’ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশনের আয়োজন। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেন। মেট গালায় অংশগ্রহণ করা সহজ বিষয় নয়। এতে একজনের একক টিকিটের মূল্য প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। কর্পোরেট টেবিল বুকিং শুরু ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে। তবুও বিশ্বের সব তারকারা বছরের পর বছর ধরে অপেক্ষা করে এ লাল গালিচায় হাঁটার জন্য। কারণ, মেট গালা শুধু ফ্যাশন প্রদর্শন নয়, এটি এক ধরনের সম্মান।
এখন অপেক্ষা শুধু ৫ মে’র সন্ধ্যার। নিউইয়র্কের আকাশে যখন উজ্জ্বল আলো ঝলমল করবে, ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লালগালিচায়, তখন বিশ্বের সামনে প্রকাশ পাবে শাহরুখ খানের মেট গালা অভিষেক। আর সেই মুহূর্ত নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে– কিং খান মেট গালা জয় করলেন।