আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট (এনআরএম), ফান্ডেড বাই ডব্লিউএফপি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
পদসংখ্যা: ১
যোগ্যতা: ডেভেলপমেন্টাল সায়েন্স, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিফিউজি বা হিউম্যানিটারিয়ান সেটিংসে এনআরএম প্রজেক্ট ব্যবস্থাপনায় অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্পের বাজেট প্ল্যান, বাজেট ইউটিলাইজেশন ও কোয়ালিটি ইমপ্লিমেন্টেশন সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। রিপোর্টিং ও যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আর্কজিআইএস, এসপিএসএস, ওডিকে ও কোবোর কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ১,৫৯,৯২৩ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫।

আরও পড়ুনআন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে সর্বোচ্চ ১০ লাখ ২৮ হাজার২০ ঘণ্টা আগেআরও পড়ুনডেসকোতে চাকরির সুযোগ, পদ ৬১০৬ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ফাইনাল পর্বে ১০ জন নিয়ে জয় ব্রাজিলের, জিতল আর্জেন্টিনাও

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্ব শুরু হয়েছে। যেখানে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি, ২০২৫) দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে, ভেনেজুয়েলার অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, আর্জেন্টিনা ২-১ গোলে চিলিকে পরাজিত করেছে। একই শহরের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল।

আরো পড়ুন:

নারী ফুটবলার সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার হুমকি

চারে ফিরলো চেলসি

 

আর্জেন্টিনা প্রথমার্ধেই গোল পায়। গোল দুটিই আসে রিভার প্লেটের দুই তরুণ ফুটবলারের পা থেকে। আলবিলেসেস্তাদের হয়ে ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ইয়ান সুবিয়াব্রে। ঠিক তার সাত মিনিট পর অগাস্তিন রুবের্তো জালের ঠিকানা খুঁজে পেলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। চিলির পক্ষে একমাত্র গোলটি করেন রোসেল (৬১ মিনিট)।

অন্যদিকে, ব্রাজিলের জয়টি ছিল বেশ চ্যালেঞ্জিং। ম্যাচের শেষ ৩৩ মিনিট সেলেসাওরা খেলেছে ১০ জন নিয়ে। ম্যাচের ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস, যার ফলে তাকে মাঠ ছাড়তে হয়।

এমন পরিস্থিতিতেও ব্রাজিল ম্যাচের ভাগ্যনির্ধারণী গোলটি পেয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে পেদ্রো তাদের হয়ে গোল করেন একটি অসাধারণ কাউন্টার-অ্যাটাক থেকে। ম্যাচ জয়ের জন্য এই গোলটাই যথেষ্ট ছিল।

লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ মূলত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবে অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে ১০টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রতিযোগিতা করেছে, এবং প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি দল ফাইনাল পর্বে উঠেছে।

ফাইনাল পর্বে গ্রুপ বিভাজন নেই। প্রতিটি দল রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্টের ভিত্তিতে সেরা ৪ দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। আয়োজক দেশ চিলি, যদি ফাইনাল পর্বের শেষে সেরা ৪ দলের মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করতে পারে, তবে পঞ্চম দলও বিশ্বকাপে কোয়ালিফাই করবে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, বেতন ২ লাখ ৪৭ হাজার, ২ দিন ছুটি
  • বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
  • ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিল ওয়ালটন
  • ৪২ ডিস্ট্রিবিউটর, প্লাজা ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’
  • আজ টিভিতে যা দেখবেন (৭ ফেব্রুয়ারি ২০২৫)
  • একুশে পদক পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল
  • আজ টিভিতে যা দেখবেন (৬ ফেব্রুয়ারি ২০২৫)
  • একশনএইড নেবে নারী কর্মী, বেতন ৭৪ হাজার
  • ফাইনাল পর্বে ১০ জন নিয়ে জয় ব্রাজিলের, জিতল আর্জেন্টিনাও