পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রী মে হ্লা প্রু এবং তাদের সন্তান উ সিং হাই, থোওয়াই শৈ ওয়াং ও ম্যা ম্যা খিং ভেনাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ওই পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো.

আব্দুল মালেক। আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। 

দুদকের আবেদনে বলা হয়, বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উ শৈ সিং ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। 

ঢাকা/মামুন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ শত য গ

এছাড়াও পড়ুন:

আবাহনীর প্রধান কোচ হলেন হান্নান সরকার

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার নতুন দায়িত্বে যোগ দিলেন। বিসিবির নির্বাচক পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার কোচিং ক্যারিয়ার শুরু করেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন এই সাবেক ক্রিকেটার।  

শুক্রবার (৭ জানুয়ারি) হান্নান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ডিপিএল দিয়ে আবাহনীর হয়ে আনুষ্ঠানিকভাবে কোচিং যাত্রা শুরু করবেন তিনি। সহকারী কোচ হিসেবে তার সঙ্গে থাকবেন তারেক আজিজ খান।  

এর আগে, বিসিবিতে বয়সভিত্তিক দল ও জাতীয় দলে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। তবে ভবিষ্যতে কোচিংয়ে মনোনিবেশ করতে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। বিসিবির পদ ছাড়ার সময় তিনি বলেছিলেন, টআমি আমার ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নয়, বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে।'

বিসিবির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন হান্নান। তিনি জানান, 'গত তিন মাস ধরে এ নিয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত নয়। সামনে ডিপিএল আছে, বিসিএল আছে, এইচপি ক্যাম্প হতে পারে বা এসসিএল, এখনই কোচিং ক্যারিয়ার শুরুর উপযুক্ত সময় মনে হয়েছে।'

সম্পর্কিত নিবন্ধ